চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাগধারা pdf ২০২৪

চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাগধারা

শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি ছোট সাজেশন দেই, সময় থাকলে একটু পড়বেন। 

আমার পরিচয় পোষ্টের শেষে দিবো ইনশাআল্লাহ।

আমরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবো সেটা স্কুল-২/স্কুল/ কলেজ যে পর্যায়ে পরীক্ষা দিবো সেটার সেলেবাস আগে সংগ্রহ করতে হবে। 

ধরুন স্কুল-২ এর সেলেবাসে বাংলা ব্যকারনের ১০ টা অধ্যায় রয়েছে।  আমাদেরকে আগে ১ টা অধ্যায় পড়তে হবে। যেমন প্রথম অধ্যায়টি রয়েছে ভাষা রীতি ও বিরামচিহ্ন।

নবম-দশম শ্রেনির বাংলা ব্যকারন বই থেমে সুন্দর করে পড়বেন।

 তারপর সে অধ্যায়ের mcq পড়তে হবে।এভাবে পড়লে দেখবেন আপনার পড়তে ভালো লাগছে।কারন আগে অধ্যায়টি পড়া থাকলে MCQ  আপনি পারবেন। আশা করি কাজে আসবে পরামর্শটি।

গুরুত্বপূর্ণ বাগধারা mcq

  • ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি?
  •  - পার্থক্য
  • ঈদুর কপালে বাগধারাটির অর্থ কি?
  • - নিতান্ত মন্দভাগ্য
  • অক্ষির আগোচরে বাগধারাটির অর্থ কি?
  • - পরোক্ষ
  • গাছপাথর বাগধারাটির অর্থ কি?
  • -হিসাব- নিকাশ
  • জলে ফেলা বাগধারাটির অর্থ কি?
  • - হিসাব নিকাশ
  • ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি?
  • -মোসাহেব
  • সপ্তমে চড়া বাগধারাটির অর্থ কি?
  • - প্রচন্ড উত্তেজনা
  • শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি?
  • - একমাত্র সন্তান
  • বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ কি?
  • -বেহায়াপনা
  • ঘটিরাম বাগধারাটির অর্থ কি?
  • -অপদার্থ
  •  খেউর গাওয়া বাগধারাটির অর্থ কি?
  • -গালাগালি করা
  • উনপঞ্চাশ বায়ু বাগধারাটির অর্থ কি?
  • -পাগলামি

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাগধারা pdf

PDF খুব তাড়াতাড়ি দেওয়া হবে ইনশাল্লাহ 

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১০০ বাগধারা ভিডিও 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 যেকোনো বিভাগের শিক্ষার্থী হিসেবেই তুমি পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে।