এইচ এস সি মানবিক শাখার বিষয় সমূহ ২০২৫

এই পোস্টে থাকছে এইচ এস সি মানবিক শাখার বিষয় সমূহ ২০২২ ও একাদশ শ্রেনির মানবিক বিভাগের বিষয় সমূহ পৌরনীতি ও সুশাসন ইসলামের ইতিহাস  সংস্কৃতি সমাজকর্ম
এইচ এস সি মানবিক শাখার বিষয় সমূহ ২০২৫

একাদশ শ্রেনির মানবিক বিভাগের বিষয় সমূহ 

একাদশ শ্রেনিতে ভর্তির আগে অনেক শিক্ষার্থী বিভাগ নির্বাচন বা শাখা নির্বাচন নিয়ে চিন্তায় পরে যায় যে, কোন বিভাগ নিব?
  • বিজ্ঞান 
  • ব্যবসা
  • মানবিক 

আজ আলোচনা করবো মানবিক বিভাগ নিয়ে, 

এইচ এস সি মানবিক শাখার বিষয় সমূহ ২০২৫

মানবিক শাখার  বিষয় সমূহ ৩টি।
যথাঃ
  1. পৌরনীতি ও সুশাসন
  2. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  3.  সমাজকর্ম

একাদশ শ্রেণির মানবিক শাখার বই তালিকা ২০২৫

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি: 

এ বিষয়টি মানবিক শাখার অনেকেরই ভীতির কারণ হলেও প্রকৃতপক্ষে খুবই মজার এবং সহজ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শব্দ গুলিকে আলাদা ভাবে বিভাজন করলে আমরা পাই ইসলাম,ইতিহাস ও সস্কৃতি।সংক্ষেপে বলা যায় ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবনবিধান ও শান্তির ধর্ম। ইতিহাস হলো অতীতকালের দলিল বা প্রমাণ। সংস্কৃতি হলো যা আমরা আমরা দৈনন্দিন জীবনে লালন করে থাকি।

সমাজকর্ম

এমন একটি পেশাদার সেবাকর্ম যা মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে ,তার সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে তাকেসাবলম্বী করে তোলে। সমাজকর্ম বৃহৎ সমাজকল্যাণের একটি ব্যাপক ও বৃস্তিত শাখা যা উন্নয়ন ,প্রতিকার ও প্রতিরোধ এ তিনটি প্রকিয়ায় কাজ করে থাকে।

পৌরনীতি 

নাগরিকতা বিষয়ক এমন এক বিজ্ঞান যা রাষ্ট্র , রাষ্ট্রে বসবাসকারী নাগরিক,নাগরিকের অতীত , ভবিষ্যত, গুণাবলি ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে।একজন সুনাগরিক হতে যা যা গুণাবলী দরকার তা পৌরনীতি বিষয়ের মূল আলোচ্য বিষয় হাওয়াই এটি পাঠ করা আমাদের অপরিহার্য।পৌরনীতি আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

পারসা জাহা
অনার্স ১ম বর্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২০১৯-২০
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Ads