মেডিকেল ভর্তি প্রস্তুতি: যে ভুল গুলো সাধারনত হয়ে থাকে
মেডিকেল ভর্তি পরীক্ষা প্রস্তুতি সময় পাওয়া যায় মাত্র তিন মাস।এই তিন মাস সময়ে যে ভুল গুলো একদম করা যাবে না তা হলো :-
যে ভুল গুলো সাধারনত হয়ে থাকে
👉১.প্রতিদিনের পড়া, প্রতিদিন না করা৷৷৷ :-
প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে।সেই পড়া করতে যদি ১২ ঘন্টা সময় লাগে, তাও শেষ করতেই হবে।
২.বইয়ের লাইন টু লাইন না পড়া :-
কোচিংয়ের টিচারের দাগানো লাইন ছাড়াও পুরো বই সম্পর্কে ধারনা থাকতে হবে।
৩.রিভিশন না করা :-
যত রিভিশন, তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা। যে টপিক শেষ হয়েছে, সেইটা পরেরদিন এবং ৭ দিন পর আবার পড়া
৪.ইংরেজিকে অবহেলা করা :-
মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ নম্বরের জন্য চান্স মিস হয়, সেইখানে ইংরেজিতে ১৫ নম্বর।
৫.নোট করে না পড়া:-
নোট করে পড়লে, পরীক্ষার আগের রাতে গুরুত্বপূর্ণ বিষয় গুলো নজরে আসে। এতে পরীক্ষায় ভালো করার সম্ভাবনা বেশি।
সামিহা হাসান স্নেহা
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ।
এইচ এসসি:২০১৯