জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট ডিগ্রি ভর্তি ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট ডিগ্রি ভর্তি ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট ডিগ্রি ভর্তি ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট ডিগ্রি ভর্তি ২০২২

  • কোর্সসমূহ: বি.এ/বি.এস.এস/বি.বি.এস
  • ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)
  • অনলাইন আবেদনের তারিখ: 

প্রাইভেট ডিগ্রী ভর্তির যোগ্যতা ২০২৪

বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ডডিলুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০১৯ সাল বা তৎপুর্বে HSC ও সমমান পর্রীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.০/সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪০% নম্বর এবং তৎসংশ্লিষ্ট SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ অথবা সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২১ সালের স্নাতক (পাস) প্রাইভেট (বি.এ/বি.এস.এসবি.বি.এস) কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড থেকে এইচ.এস.সি. সমমান কোর্সসমুহ থেকে শুধুমাত্র
 ১। এইচ.এস.সি (ভােকেশনাল) 
২। ডিপ্লোমা-ইন-কমার্স 
৩। এইচ.এস.সি (বিজনেস্ ম্যানেজমেন্ট)
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
()-Level পরীক্ষায় তিনটি বিষয়ে 'বি’ ডুসহ অন্তত ০৪ (চার) টি বিষয়ে উইর্ণ এবং ২০১৯ সাল বা তৎপুর্বে A-Level পরীক্ষায় একটি বিষয়ে 'বি' গ্রেডসহ অন্তুত ০২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা এ কোর্সে আবেদন করতে পারবে। 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থীর রেন্ধিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সেই শিক্ষার্থী ২০২১ সালের লাতক (পাস) প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবে না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২১ সালের স্নাতক (পাস) প্রাইভেট কোর্সে আবেদন করতে পরিবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও ক্তিক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে কোন শিক্ষার্থী একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
১৯৮৮ সালের পূর্বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড হতে আলীম পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থী স্নাতক (পাস) প্রাইভেট কোর্সে। রেজিষ্ট্রেশনের জনা আবেদন করতে পারবে না।
প্রাইভেট রেজিস্ট্রেশনের আবেদন পত্রে আবেদনকারীণ কোর্সওয়ারী যে সকল বিষয় নির্বাচন করবে কেবলমাত্র সে সকল বিষয়ে
পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন কোর্সবিষয় সংশ্লিষ্ট কলেজে অধিভুক্তি না থাকলে সে বিষয়ে রেজিষ্ট্রেশন করা যাবে না।
স্নাতক (পাস) প্রাইভেটসার্টিফিকেট কোর্সের জন্য নির্ধারিত বিষয়সমূহঃ বাংলা(ঐচ্ছিক), ইংরেজী(ঐচ্ছিক), আরবী, উর্দু, ফার্সী,সংস্কৃত, দর্শন, ইসলামী শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পালি, হিসাব  বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং। উল্লিখিত বিষয়সমুহ সংশ্লিষ্ট কলেজে অধিভুক্ত বিষয় হিসাবে থাকতে হবে। যে সকল বিষয়ে মাঠকর্ম বা ব্যবহারিক পরীক্ষা আছে সে সকল বিষয়ে স্নাতক (পাস) কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি সার্টিফিকেট কোর্সে আবেদন করার যােগ্যতা ২০২২

বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক(পাস) স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা যে সকল বিষয় নিয়ে ডিগ্রী (পাস)/স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতকার্য হয়েছে সে সব বিষয় ছাড়া নিম্নে উল্লিখিত যে কোন একটি বিষয়ে নিয়ে সার্টিফিকেট কোর্সে রেজিট্রেশনে জন্য আবেদন করতে পারবে ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড হতে ফাজিল বা কামিল পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স পরীক্ষার প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে না।
সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রার্থীরা ২০২১ সালের স্নাতক (পাস) প্রাইভেট পরীক্ষার্থীদের সংগে একই কোর্স ও কারিকুলাম অনুযায়ী সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

বিষয় সমূহঃ বাংল(ঐচ্ছিক), ইংরেঞ্জী(ঐচ্ছিক), আরবী, উর্দু, ফালী, সংস্কৃত, দর্শন, ইসলাম শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পাণি, হিব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং।

অনলাইনে আবেদনের নিয়মাবলী ও ধার্যকৃত ফি

২০২১ সালের স্নাতক (পাস) প্রাইভেট প্রোগ্রামে বি.এ/বি.এস.এস/বি.বি.এস কোর্স সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীকে ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ২০ মার্চ ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions এর মাধ্যমে আবেদন ফরম পুরণ কতে হবে এ লক্ষ্যে আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Degree Pass অপশনে গিয়ে Blank Data Entry Form (Deg.Private) অপশন থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাইভেট সার্টিফিকেট কোর্সে আবেদনকারীরা একই অপশন থেকে আবেদন করতে পারবে।

Blank Data Entry Form এর মাধ্যমে প্রাথমিক তবেদন ফরম পূরণের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতার সংগে নিজের নাম, পিতামাতার নয়, শিক্ষাগত যােগতার সকল তথ্য নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে। প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর কোন
তথ্যছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। 

আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলা নির্ধারণ করে যে কোন কলেজের নাম select করলে সংশিষ্ট কলেজে আবেদনকারী ভর্তি যোগা (Eligible) কোর্স/বিষয়ের তালিকা দেখতে পাবে। ভর্তি যোগ্য (Eligitle) কোর্স বিষয়ের তালিকা থেকে আবেশকারীকে সর্তকতার সংগে তার প্রার্থিত কোর্সবিষয়ের পছু নির্ধাৱণ করতে হবে।

এ পর্যায়ে আবেদনকারী সঠিক Gender নির্ধারণ করে Male:Female এন্ট্রি দিবে। তথা ভুলে Male এর স্থলে Female বা Female এর স্থলে Male প্রদর্শিত হলে আবেদনকারীকে Click to Change অপশনে গিয়ে সঠিক তথ্য দিতে হবে।

প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর পাসপাের্ট আকারে সম্প্রতি তােলা রঙ্গিন ছবি scan করে আপলােড করতে হবে। ছবির মাপ 120x 150 pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb হতে হবে।

প্রার্থীর ছবি ব্যতীত অন্য কোন ছবি আবেদন ফরমে আপলােড করা হলে ঐ আবেদনকারীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

সঠিক তথ্য ও দুটি ছক পূরণ করে প্রথমে ফর্মটি Submit Application অপশনে ক্লিক করতে হবে এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফর্মটি ডাউনলােড করে রাখতে হবে [A4 (8.5"x11") অফসেট সাদা কাগজে প্রিন্ট  করে নিতে হবে।

পূরণকৃত আবেদন ফরমের ত্রুটি সংশােধন: অবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জন্মদানের পূর্বে প্রার্থী তার আবেদন ফরমট যাচাই করতে। আবেদন ফরমে তথ্যগত অর্মিল বা ত্রুটিপূর্ণ ছবি থকলে তা সংশােধন করতে হবে। আবেদন ফরম সংশোধনের জন্য প্রার্থীকে Applicant Login অপশন থেকে Degree Pass (private) লিংকে গিয়ে অবদন ফরমের রোল ও পিন এন্টি দিতে হবে। এ পার্যায় আবেদনকারীকে Form cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate the Security key অপশনটি ক্লিক করলে আবেদনকারী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে। এই OTP এন্ট্রি দিয়ে প্রার্থী তার তবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলােড করতে পারবে। এ লক্ষ্যে আবেদনকারীকে তার ব্যক্তিগত সঠিক মােবাইল নম্বর সতর্কতার সংগে আবেদন ফরমে সংযোজন করতে হবে। তবে কলেজ  কর্তৃক আবেদন ফরম নিশ্চয়ন করার পর তা আর বাতিল করা যাবে না। প্রার্থী ছবি পরিবর্তনের সুযোগ
কেবলমাত্র একবারই পারে।

আবেদনকারীকে প্রিন্ট না প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকমমান পরীক্ষার সত্যায়িত সনদপত্র, সার্টিফিকেট কোর্সে ক্ষেত্রে স্নাতক (সম্মান)/স্নাতক(পাস) পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি: প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০{- (দুইশত পঞ্চাশ) টাকা ও রেজিস্ট্রেশন
ফি বাবদ ৪৮৫/-(চারশত পঁচাশি) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। আবেদনকারীর মূল সনদপত্র নম্বর পত্র স্ব স্ব কালেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন । প্রাথমিক আবেদন ফরমটির দ্বিতীয় অংশ কক্ষে অধ্যক্ষদায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সাঁলসহ প্রার্থীকে ফেরত দিবে। কলেজ যে সকল প্রাথমিক আবেদন ফরম online-এ নিশ্চয়ন করবে সে সকল প্রার্থী তাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে। প্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোন প্রার্থীকেই রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।

নিম্নে উল্লিখিত প্রয়ােজনীয় কাগজপত্রাদি আবেদনপত্রের সংগে জমা দিতে হবে

ক)মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষা পাসের সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি এবং সার্টিফিকেট কোর্সের জন্য উল্লিখিত সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ স্নাতক (পাস) পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি (মূল সনদপত্রও নম্বরপত্র স্ব স্ব কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন)।

খ) সামরিক বাহিনী, পুলিশ, বি.জি.বি ও আনসার বাহিনীতে চাকুরীরত প্রার্থীদেরকে তাদের চাকুরী দু-বছর পূর্ণ হয়েছে এ মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তাদের চাকুরীতে নিয়ােগের তারিখ, পরীক্ষায় অংশগ্রহণ পর্যন্ত চাকুরীতে বহাল থাকার বিবরণ এবং পরীক্ষার সময় তাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছুটি মঞ্জুর করা হবে ইত্যাদি বিষয় প্রত্যয়নপত্রে উল্লেখ থাকতে হবে।

গ)সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। পরীক্ষার সময় তাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছুটি মঞ্জুর করা হবে মর্মে প্রত্যয়ন পত্রে উল্লেখ করতে হবে।

যে সকল কলেজে প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন 

  • সর, পি.সি. কলেজ, বাগেরহাট
  • সাতক্ষীরা সর, কলেজ, সাতক্ষীরা
  • সর, মহিলা কলেজ, খুলনা
  • সর, বি.এল, কলেজ, খুলনা
  • সর, ভিক্টোরিয়া কলেজ, নড়াইল
  •  সর, এম.এম. কলেজ, যশাের
  •  সর, কে.সি. কলেজ, ঝিনাইদহ
  • সর, হােসেন শহীদ সাে, কলেজ, মাগুরা
  • চুয়াডাঙ্গা সর, কলেজ, চুয়াডাঙ্গা।
  •  মেহেরপুর সর, কলেজ, মেহেরপুর
  • কুষ্টিয়া সর, কলেজ, কুষ্টিয়া
  • বি.এম. কলেজ, বরিশাল
  •  বরিশাল সর, মহিলা কলেজ, বরিশাল
  • সােহরাওয়ার্দী সর, কলেজ, পিরােজপুর
  •  ঝালকাঠি সর, কলেজ, ঝালকাঠি
  • ভােলা সর, কলেজ, ভােলা
  • পটুয়াখালী র. কলেজ, পটুয়াখালী
  •  বরগুনা সর, কলেজ, বরগুনা
  •  সরকারী,এম.সি. কলেজ, সিলেট
  • বৃন্দাবন সর, কলেজ, হবিগঞ্জ
  • সুনামগঞ্জ সর, কলেজ, সুনামগঞ্জ
  •  মৌলভীবাজার, সর, কলেজ, মৌলভীবাজার
  • সর, এডওয়ার্ড কলেজ, পাবনা
  •  সিরাজগঞ্জ সর, কলেজ, সিরাজগঞ্জ
  •  এন.এস. সরকারী কলেজ, নাটোর
  • নওগাঁ সর, কলেজ, নওগাঁ
  • রাজশাহী সর, কলেজ, রাজশাহী
  • রাজশাহী সর, সিটি কলেজ, রাজশাহী
  • নিউ গভঃ কলেজ, রাজশাহী
  • নবাবগঞ্জ সর, কলেজ, নবাবগঞ্জ
  • সর, আযিফুল হক কলেজ, বগুড়া
  • জয়পুরহাট সর, কলেজ, জয়পুরহাট
  • লালমহিরহাট সর, কলেজ, লালমনিরহাট
  • কুড়িগ্রাম সর, কলেজ, কুড়িগ্রাম
  • নীলফামারী সর, কলেজ, নীলফামারী
  • কারমাইকেল কলেজ, রংপুর
  • গাইবান্ধা সর, কলেজ, গাইবান্ধা।
  • দিনাজপুর সর, কলেজ, দিনাজপুর
  • ঠাকুরগাঁও সর, কলেজ, ঠাকুরগাঁও
  • মকবুলার রহমান সর, কলেজ, পঞ্চগড়
  • ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
  • কুমিল- সর, মহিলা কলেজ, কুমিল্লা
  • বি.বাড়ীয়া সর, কলেজ, বি বাড়ীয়া
  • চাঁদপুর সর, কলেজ, চাঁদপুর
  • লক্ষ্মীপুর সর, কলেজ, লক্ষ্মীপুর
  • ফেনী সর, কলেজ, ফেনী
  • নােয়াখালী সর, কলেজ, নােয়াখালী
  • চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।
  • চট্টগ্রাম সর, সিটি কলেজ, চট্টগ্রাম
  • হাজী মহসীন কলেজ, চট্টগ্রাম
  • সরকারী কমার্স কলেজ, চট্টগ্রাম
  • কক্সবাজার সরকারী কলেজ, কক্সবাজার
  • বান্দরবান সর, কলেজ, বান্দরবান
  • রাঙ্গামাটি সর, কলেজ, রাঙ্গামাটি
  • খাগড়াছড়ি সরকারী কলেজ, খাগড়াছড়ি
  • নেত্রকোনা সর, কলেজ, নেত্রকোনা
  • গুরুদয়াল সর, কলেজ, কিশােরগঞ্জ
  • সর, আশেক মাহমুদ কলেজ, জামালপুর
  • শেরপুর সর, কলেজ, শেরপুর
  • নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ
  • এম,এম,আলী কলেজ, টাঙ্গাইল
  • নরসিংদী সর, কলেজ, নরসিংদী
  •  ভাওয়াল বদরে আলম সর, কলেজ, গাজীপুর
  • কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর
  •  টঙ্গী সর, কলেজ, গাজীপুর
  • সর, তােলারাম কলেজ, নারায়নগঞ্জ
  •  হরগঙ্গা সর, কলেজ, মুন্সিগঞ্জ
  •  সর, দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ
  • রাজবাড়ী সর, কলেজ, রাজবাড়ী
  • সর, রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
  • সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর
  • সর, বঙ্গবন্ধু কলেজ, গােপালগঞ্জ
  • শরীয়তপুর সর, কলেজ, শরীয়তপুর
  •  সরঃ নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর
  • সাভার কলেজ, ঢাকা।
  • ধামরাই সরকারী কলেজ, ধামরাই
  • ইস্পাহানি কলেজ, ঢাকা
  • নিউ মডেল ডিগ্রী কলেজ, ঢাকা
  • তেজগাঁও কলেজ, ঢাকা
  • শেখ বােরহানুদ্দিন পাে.গ্রা, কলেজ
  • টি এন্ড টি কলেজ, ঢাকা
  • আবুজর গিফারী কলেজ, ঢাকা
  • তেজগাঁও মহিলা কলেজ, ঢাকা
  • লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা
  • ঢাকা উইমেন্স কলেজ, উত্তরা, ঢাকা
  • মােঃপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা
  • হাবিবুলাহ বাহার কলেজ, ঢাকা।
  • আলহাজ মকবুল হােসেন কলেজ, ঢাকা
  • শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ
  • ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
  • সরকারী জিল্লুর রহমান মহিলা কলেজ ভৈরব, কিশােরগঞ্জ

ছবিঃ edumasail

আরো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেনঃ


Next Post Previous Post
1 Comments
  • বিদ্যান২৪ ডট কম
    বিদ্যান২৪ ডট কম ২৭ ফেব্রুয়ারী, ২০২২ এ ৬:১৩ PM

    nice post দাদা, তথ্য টিকে জেনে উপকৃত হলাম।
    ধন্যবাদ বাদ বিকল্প বিদ্যালয়ের এ্যাডমিন করে এতো সুন্দর একটা পোস্ট করার জন্য।

Add Comment
comment url