Hsc পদার্থবিজ্ঞানের সূত্র সমূহ Pdf নোট
পদার্থ বিজ্ঞানের সূত্রসমূহ |
পদার্থবিজ্ঞানের সূত্র সমূহ Pdf
ইন্টারমিডিয়েটে পড়ার সময় অসংখ্যবার মনে হয়েছে পদার্থ বিজ্ঞানের সবগুলো সূত্র যদি একসাথে ব্যাখ্যাসহ দেয়া থাকতো তাহলে খুব ভালো হতো! হ্যাঁ, বইগুলোর শেষদিকে সূত্রগুলো দেয়া থাকে, কিন্তু সূত্রগুলোর পরিচয় দেয়া থাকেনা। এর ফলে যা হয় তা হলো, অনেকদিন পর কোনো সূত্র দেখলে অনেক ক্ষেত্রেই সেগুলোর পরিচয় মনে থাকে না!
পদার্থবিজ্ঞানের সূত্র সমূহ hsc
কলেজের শেষ দিকে সব সাবজেক্টের সূত্রগুলো নিয়ে নোট তৈরী করেছিলেন মোঃ ফারহান ইফতেখার আলম ভাই । পর্যায়ক্রমে 10 minute school live গ্রুপে সবগুলো নোট শেয়ার করেন ! যাদি একজনও এটা থেকে উপকৃত হয় তাহলে শেয়ার করা স্বার্থক হবে!
physics এর সকল সূত্র pdf
এখানে পার্ট-১ দেয়া হলো!
নোটটি তৈরি করেছেন
মোঃ ফারহান ইফতেখার আলম
পটুয়াখালী মেডিকেল কলেজ
২০১৯-২০
এই নোটটি লেখক ও প্রকাশের অনুমতি ছাড়া শেয়ার করা সম্পূর্ণ বেআইনি।