স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রশ্ন ও উত্তর ২০১৯

ঢাকার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা
ছবিঃ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
অনার্স প্রথম বর্ষ অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভূদয়ের ইতিহাসের ক বিভাগ প্রশ্নের উত্তর। 

(ক) পদ্ম” নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? উত্তরঃ চাঁদপুর। 
(খ) বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী?
উত্তরঃ চর্যাপদ। .
(গ) ঐতিহাসিক লাহাের প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? 
উত্তরঃ ১৯৪০ সালের ২৩ মার্চ। .
(ঘ) অখত্ত স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
.
(ঙ) আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৯ সালের ২৩ জুন।
.
(চ) কার নেতৃত্বে তমুদ্দিন মজলিশ” গঠিত হয়?
উত্তরঃ অধ্যাপক আবুল কাশেমের।

(ছ) PODO এর পূর্ণরূপ লেখ ।
উত্তরঃ Public office disqualification order.
.
(জ) ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?
উত্তরঃ নৌকা।
.
(ঝ) শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে কবে ভূষিত করা হয়?
উত্তরঃ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
.
(ঞ) ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
.
(ট) বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২।
.
(ঠ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
উত্তরঃ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন  উত্তর দিতে চেষ্টা করবো।

আরো কিছু প্রশ্ন ও উত্তর

★বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন
কোনটি?
উঃ চর্যাপদ।

★দ্বি -জাতি তত্ত্বের প্রবক্তা কে?
উঃ মুহাম্মদ আলী জিন্নাহ।

★ অবিভক্ত বাংলার প্রথম ও শেষ
মূখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ প্রথম মূখ্যমন্ত্রী এ. কে. ফজলুল
হক এবং শেষ মূখ্যমন্ত্রী হোসেন
শহীদ সোহরাওয়ার্দী।

★রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত
হয়?
উঃ ১ অক্টোবর ১৯৪৭ সালে।

★ পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে
জারি করেন?
উঃ ইস্কান্দার মির্জা।

★ মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন
করেছিলেন? মৌলিক গণতন্ত্রের
আদেশ কবে জারি করা হয়?
উঃ সামরিক শাসক আইয়ুব খান। ১৯৫৯
সালের ২৭ অক্টোবর।

★ পূর্ণরূপ লিখঃ LFO, PODO. EBDO.
উঃ LFO= Legal Framework Order.
PODO= Public Office Disqualification Order.
EBDO= Elective Bodies Disqualification Order.

★ কোন দাবিকে বাংলার ম্যাগনাকাকার্টা
বলা হয়?
উঃ ১৯৬৬ সালের ছয় দফা দাবি বা
কর্মসূচীকে।

★ শেখ মুজিবুর রহমানকে কবে
"বঙ্গবন্ধু" উপাধিতে ভূষিত করা হয়?
উঃ ২৩ ফ্রেব্রুয়ারি ১৯৬৯
সালে।

★২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম
কি ছিল?
উঃ অপারেশন সার্চলাইট।

★মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী
কে ছিলেন?
উঃ তাজউদ্দিন আহমেদ আসাদ।

★বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ
প্রত্যাবর্তন করেন?
উঃ ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

★মৌলিক গণতন্ত্রে কত জনের
ভোটাধিকার ছিল?
উঃ ৮০ হাজার।

★মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী
কে ছিলেন?
উঃ তাজউদ্দিন আহমেদ।

★পাকিস্তানের সংবিধানে কখন বাংলা
ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি
দেয়া হয়? উঃ ১৯৫৬ সালের সংবিধানে।

★ "লাহোর প্রস্তাব" কে, কোথায়
উত্থাপন করেন?
উঃ এ. কে. ফজলুল হক। লাহোরে
১৯৪০ সালের ২৩ মার্চ।

★বাংলাদেশ কবে জাতিসংঘের
সদস্যপদ লাভ করে?
উঃ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

★ আগরতলা ষড়যন্ত্র মামলায় কত জন
আসামি করা হয়েছিল? উঃ ৩৫ জন
(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ)

★পদ্মা নদী কোথায় মেঘনা
নদীর সাথে মিলিত হয়েছে?
উঃ চাঁদপুরে। আসাদস্যার।

★কোন গ্রন্থে সর্বপ্রথম "বঙ্গ"
নামের উল্লেখ পাওয়া যায়?
উঃ বৈদিক সাহিত্যে "ঋগ্বেদের"
ঐতরেয় আরণ্যক " গ্রন্থে।

★ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব
কি? উঃ বীরশ্রেষ্ঠ।

★ মৌলিক গণতন্ত্রের অধ্যাদেশ কে
জারি করেন?
উঃ আইয়ুব খান।

★পাকিস্তানে প্রথম কত সালে সামরিক
শাসন জারি করা হয়?
উঃ ১৮৫৮ সালের ৭ ই অক্টোবর।

★ বাংলাদেশের বৃহত্তম পাহাড় ও
সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি?
উঃ বৃহত্তম পাহাড় গারা পাহাড় এবং সবচেয়ে
উঁচু পর্বতশৃঙ্গের নাম তাজিংডং যার অপর
নাম বিজয়।

★ ভূ - প্রকৃতি অনুসারে বাংলাদেশকে
কয় ভাগ করা যায়?
উঃ তিন ভাগে ভাগ করা যায়।

★ বঙ্গভঙ্গ কখন হয় এবং রদ হয়
কবে?
উঃ বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে এবং রদ হয়
১৯১১ সালে।

★ ভারত স্বাধীনতা আইন কত সালে
পাস হয়?এবং কোন আইন দ্বারা ভারত
বিভক্ত হয়?
উঃ ১৯৪৭ সালের ১৮ জুলাই। এবং ভারত
স্বাধীনতা আইন দ্বারা বিভক্ত হয়।
আসাদস্যার।

★ভাষা আন্দোলনের দুজন
শহীদের নাম লিখ।
উঃ রফিক ও শফিক।

★ অখন্ড স্বাধীন বাংলা গঠনের
প্রস্তাবক কে ছিলেন?
উঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
অথবা,
অখণ্ড স্বাধীন বাংলার প্রথম
মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ এ. কে. ফজলুল হক।

★ কার নেতৃত্বে "তমদ্দুন মজলিশ"
গঠিত হয়?
উঃ অধ্যাপক আবুল কাশেম।

★ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর
সেক্টরের অধীন?
উঃ ২।

★বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

★১৯৭১ সালের অস্থায়ী সরকারের
রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।

★১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ
নির্বাচন যুক্তফ্রন্টের প্রতিক কি ছিল? উঃ
নৌকা।
Next Post Previous Post
11 Comments
  • Unknown
    Unknown ২ আগস্ট, ২০১৯ এ ১২:২৭ AM

    tnx

    • Administrative
      Administrative ২ আগস্ট, ২০১৯ এ ৭:২১ AM

      welcome

  • JaHiD MeAzI
    JaHiD MeAzI ৩ আগস্ট, ২০১৯ এ ১০:৫০ AM

    nice

    • Administrative
      Administrative ৩ আগস্ট, ২০১৯ এ ১:৪৬ PM

      Thanks

  • Mohammad Ali Khan
    Mohammad Ali Khan ১৩ এপ্রিল, ২০২০ এ ২:২৬ PM

    ♥Thanks

    • Administrative
      Administrative ১৪ এপ্রিল, ২০২০ এ ৮:০৮ AM

      Welcome.

  • Unknown
    Unknown ১১ নভেম্বর, ২০২১ এ ৩:৫৩ PM

    গ ও খ বিভাগের পশ্ন

    • Unknown
      Unknown ১৯ মার্চ, ২০২২ এ ৮:১৮ PM

      খ ও গ বিভাগ উত্তর কোথায়?

  • Unknown
    Unknown ১৯ মার্চ, ২০২২ এ ৭:৩৭ PM

    খ বিভাগের প্রশ্ন

  • Unknown
    Unknown ১৯ মার্চ, ২০২২ এ ৭:৩৮ PM

    খ বিভাগের প্রশ্ন

  • Unknown
    Unknown ১১ এপ্রিল, ২০২২ এ ৯:২০ AM

    Thanks

Add Comment
comment url