টিউশনিতে অমনোযোগী ছাত্রছাত্রী মনোযোগী করে পড়ানোর ৫ টি উপায় ২০২৪
টিউশনি করার কৌশল |
বাচ্চাদের মনোযোগী করার উপায়
শিক্ষকতা একটা মহান পেশা। একজন শিক্ষক একজন ছাত্রছাত্রী কে শুধু পাঠ বই পড়ায় না, নৈতিক শিক্ষা ও দিয়ে থাকেন। তবে কিছু দুষ্টু বা অমনোযোগী ছাত্রছাত্রী কে নিয়ে শিক্ষক হতাশ হয়ে যেতেই পারে!
টিউশনি করার কৌশল
কিভাবে স্টুডেন্ট কে পড়ায় মনযোগী করবো? স্টুডেন্ট পড়তে চায় না। আমার কথা শুনে না। এমন অনেক হয়।টিউশনি করার নিয়ম তো চলুন জেনে নেই;
টিউশনিতে অমনোযোগী ছাত্রছাত্রী মনোযোগী করে পড়ানোর ৫ টি উপায়
১। আপনাকে আদর্শ শিক্ষক হতে হবে;
আপনি শিক্ষক!আপনাকে দেখে ছাত্রছাত্রী শিখবে।আপনাকে নৈতিক হতে হবে।
- সালাম দেওয়া বা ছাত্রছাত্রী আগে সালাম দিলে উত্তর দেওয়া।
- পড়ার সময় ব্যক্তি গত কথা কম বলা।
- মোবাইল সাইলেন্ট করে রাখা।
- মোবাইল ব্যবহার না করা।
২। শুরু করুন একটা গল্প দিয়ে;
টিউশনি বা ক্লাসে পড়ানোর শুরুতে একটা ছোট শিক্ষণীয় মজার গল্প বলতে পারেন।এতে স্টুডেন্ট মনোযোগী হয়ে উঠতে পারে। আবার বড় গল্প বলে সময় নষ্ট না করাই উত্তম।
৩। পড়া দিবেন স্টুডেন্ট যত টুকু চায়;
অমনোযোগী বা দুষ্টু ছাত্রছাত্রী বা বাচ্চাদের পড়া দিবেন অল্প করে। মানে স্টুডেন্ট যত টুকু চায় বা বলে আমি এতো টুকু পারব।যদি বেশি পড়া দেন, হয়তো স্টুডেন্ট পড়া বেশি বলে, পড়বেই না। পড়া ছোট ছোট অংশে ভাগ করে পড়া দিতে পারেন।
৪। পড়ানোর সময় উদাহরণ দিয়ে বুঝান;
পড়ার সময় উদাহরণ দিলে এতে ছাত্রছাত্রী পড়ায় মনোযোগী হবে আর এতে পড়া অনেক দিন মনে থাকবে।
৫। ছাত্রছাত্রী কে হতাশ করবেন না;
তোমাকে দিয়ে হবে না, তুমি একটা গাধা, তোমার মাথায় কিছু নেই? কি উল্টা পাল্টা বলছো। লেখাপড়া এতো সোজা না! ফেল করবা, এই পড়ায় পাশ হবে না! না বোঝার কি আছে? এগুলো বললে ছাত্রছাত্রী হতাশ হতে পারে এটাই স্বাভাবিক।
বরং আপনি বলুন, তুমি পারবা, আর একটু চেষ্টা করো! লেখাপড়া কিন্তু খুব মজার! তোমার মেধা খুব ভালো। দেখি কাল কি পড়াছো বলো তো?
এভাবে বললে ছাত্রছাত্রী পড়ালেখায় উৎসাহ পাবে।এভাবে পড়ালে আশা করি ভাল ফলাফল পাবেন ইনশাআল্লাহ।
লেখক
আল আমিন মিয়া
জাতীয় বিশ্ববিদ্যালয়
২০১৮-১৯ শিক্ষাবর্ষ