বিসিএস দৈনিক পড়ার রুটিন - Bcs Study Routine ২০২৪

বিসিএস দৈনিক পড়ার রুটিন বিসিএস রুটিন বিসিএস স্টাডি রুটিন bcs এর জন্য পড়ার রুটিন বিসিএস এর জন্য কত ঘন্টা পড়তে হবে বিসিএস প্রস্তুতি বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করব বিসিএস প্রস্তুতি কিভাবে নিব বিসিএস বই তালিকা বিসিএস বিজ্ঞান প্রস্তুতি বিসিএস গণিত প্রস্তুতি ৪১ তম বিসিএস প্রস্তুতি
বিসিএস দৈনিক পড়ার রুটিন
ইদানীং আমাদের অনেকেই পরীক্ষার আগে দৈনন্দিন পড়ার রুটিন টা খুজে। তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম প্রতিদিনের পড়ার রুটিন।আশা আমাদের এই রুটিনটা অনুসরণ করলে ভাল ফলাফল হবে ইনশাআল্লাহ।

বিসিএস দৈনিক পড়ার রুটিন

সকালে পড়ার রুটিন:
সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন।তারপর ১০-১৫ হাটাহাটি করবেন।এবার হালকা কিছু খেয়ে পড়তে বসবেন। স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয় বা কোনো কাজে যাওয়া আগ পর্যন্ত পড়বেন। একটানা পড়তে খারাপ লাগবে প্রতি আধাঘণ্টা পর ৫ মিনিট বিরতি নিন।এতে তোমার ব্রেন নতূন ভাবে রিফ্রেস হবে।কিন্তু মনে রাখবেন এই বিরতির সময় প্রয়োজন ছাড়া ফোন ধরবেন না।

বিকালে পড়ার রুটিন:

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনো কাজে থেকে ফিরে খাওয়া দাওয়া শেষে যোহরের নামাজ পরে নিবেন। এর পর কিছুক্ষণ ঘুমাবেন। ঘুম থেকে উঠে সময় থাকলে পড়তে বসতে পারেন।আসরের নামাজ শেষে বিকালবেলা পরিবারের সাথে বা বন্ধুদের সাথে কাটাবেন।

বিসিএস স্টাডি রুটিন

রাতে পড়ার রুটিন:
মাগরিবের নামাজ পরে পড়তে বসবেন হালকা কিছু খেয়ে।কারন অনেকেই পড়তে বসলে খিদে পায়। তারপর এশার নামাজ পরে আবার পড়তে বসবেন। চাইলে নামাজ এর পর রাতের খাবার খেয়ে নিতে পারেন। আর হ্যা তুলনামূলক জটিল পড়া ঘুমানোর আগে পড়তে পারেন।ঘুমানোর আগে পড়া বেশিক্ষন মনে থাকে।

bcs এর জন্য পড়ার রুটিন

নিজের রুটিন যাচাইঃ
দৈনিক কি পরিমাণ রুটিন ফলো করছেন তা নিজেই আইডিয়া করে পারসেন্টেজ দিয়ে দিন। যেমনঃ আজকে যদি ৫০% রুটিন অনুযায়ী পড়তে পারেন, তবে ভেবে নিন আগামীতে ৫৫% করার জন্য আরেকটু সময় দিতে হবে।

বিসিএস এর জন্য কত ঘন্টা পড়তে হবে?

বিসিএস এর জন্য ৬-১০ ঘন্টা প্রতিদিন পড়তে পারলে ভাল হয়।তবে এটা নির্ভর করে আপনার হাতে থাকা সময় এবং মেধাশক্তির উপর। 

সবাই অবশ্যই নিয়মিত নামাজ পারবেন।


 কিছু জানতে চাইলে কমেন্ট করুন সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।

Tag:বিসিএস দৈনিক পড়ার রুটিন,বিসিএস রুটিন বিসিএস স্টাডি রুটিন, bcs এর জন্য পড়ার রুটিন,বিসিএস এর জন্য কত ঘন্টা পড়তে হবে, বিসিএস প্রস্তুতি, বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করব, বিসিএস প্রস্তুতি কিভাবে নিব, বিসিএস বই তালিকা, বিসিএস বিজ্ঞান প্রস্তুতি, বিসিএস গণিত প্রস্তুতি,৪৬ তম বিসিএস প্রস্তুতি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url