জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ আবেদন কবে শুরু হবে ২০২১-২০২২

 

রিলিজ স্লিপ কবে দিবে 2024

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১৮ অক্টোবর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক) মেধা তালিকায় স্থান পায়নি।

খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি 

গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে ১ম রিলিজ স্লিপে আবেদন করতে হবে।


কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে। বি: দ্র: সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন নিমােক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে ক্রমিক বিবরণ। আবেদনের তারিখ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদনের ১৮/১০/২০২১ তারিখঃ থেকে 

i) রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে ৩১/১০/২০২১ Honours Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। 

ii) এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক College Selection Option এ গিয়ে যে কোন কলেজ Select করলে ঐ কলেজে তার ভর্তি যােগ্য (Eligible) বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে। আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তি যােগ্য (Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করবে।

iii) আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফরমটি ডাউনলােড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফরমটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না ও কোন ফি প্রদান করতে হবে না।

iv) সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।


Article Highlights 

🔥রিলিজ স্লিপ কবে দিবে ২০২১-২২?

উত্তরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১৮ অক্টোবর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

🔥 জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ মানে কি?

উত্তরঃ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষে ভর্তিতে ১ম ও ২য় মেরিট রেজাল্টে চান্স যারা চান্স পাবে না তারা ৫টি কলেজ ও বিষয় চয়েস দিয়ে আবেদন করতে পারবে। এটাই রিলিজ স্লিপ।

🔥 রিলিজ স্লিপ আবেদনের তারিখ?

উত্তরঃ ১৮ অক্টোবর ২০২১ থেকে ৩১ অক্টোবর ২০২১পর্যন্ত। 

বিকল্প বিদ্যালয় বোনাস টিপস🔥
  1. আবেদন করার জন্য কম্পিউটার দোকানে এমন সময় যাবেন যখন দোকানে ভিড় কম থাকে। ভিড়ের সময় আপনি সময় নিয়ে, দেখে শুনে আবেদন করতে নাও পারতে পারেন। 
  2. আবেদন করার সময় কোন কলেজে কোন বিষয়ে বা বিভাগে কতগুলো সিট খালি আছে দেখতে পাবেন। তো যে বিষয়ে বেশি সিট খালি আছে ঐ কলেজ ১ নাম্বারে ও ঐ বিষয় ১ নাম্বারে দিয়ে আবেদন করবেন। এতে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে।
  3. শুধু সিট খালি দেখেই আবেদন করবেন না। বিষয়টি আপনি পড়তে পারবেন কিনা বুঝে নিবেন।
  4. বেসরকারি কলেজে আবেদন করার আগে যেনে শুনে নিবেন ঐ কলেজে পড়তে কেমন খরচ হবে আর আপনি ঐ খরচ চালাতে পারবেন কিনা।

সর্বশেষ সবার জন্য শুভকামনা রইলো। ইনশাআল্লাহ যা হবে ভালোই হবে। দোয়া করি সবাই চান্স পান। আল্লাহ হাফেয। দোয়া করবেন আমার জন্য।

বিস্তারিত আসছে.....
Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown ১৯ অক্টোবর, ২০২১ এ ১১:৪৬ PM

    রিলিজ স্লিপ না থাকলে কি ভতি হওয়া যাইবো

    • Administrative
      Administrative ২০ অক্টোবর, ২০২১ এ ৮:১০ AM

      না ভর্তি রিলিজ স্লিপে আবেদন ছাড়া এবছর ভর্তি হওয়া সম্ভব না।

Add Comment
comment url