জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল ২০২৪ |
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বাতিল 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ও মাস্টার্স রেগুলেশনের "৪ নং এর ক" ধারা ও ডিগ্রী রেগুলেশনের "৫ নং এ ক" ধারা মোতাবেক দ্বৈত ভর্তি সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এরূপ কাজ করলে তার রেজিষ্ট্রেশন বাতিল সহ পরীক্ষার ফলাফল পর্যন্ত বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষন করে থাকে।
তাই অবশ্যই পূর্বের ভর্তি বাতিল করেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন কোন কোর্সে ভর্তি হবেন।
যেভাবে অনার্স ভর্তি বাতিল করবেন :
দুই ভাবে ভর্তি বাতিল করা যায় সাধারণত।
ক) কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে,
খ) অনলাইন ব্যবহারের মধ্যমে ভর্তি বাতিল।
এ প্রক্রিয়াটা অনেক সহজ। আপনি যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পরেন সে কলেজে আপনার ডিপার্টমেন্ট এর অফিসে গিয়ে বিস্তারিত বললে অনারা আপনার ভর্তি বাতিলের ব্যাবস্থা নিবে।
এর জন্য আপনাকে পিছনের সব বকেয়া + ৭৪৬ টাকা ভর্তি বাতিল ফি দিতে হবে।
আর কলেজ বেসরকারি হলে ১ বছর ৬ মাসের বকেয়া + ৭৪৬ টাকা দিতে হবে।
কলেজ কর্তৃক ভর্তি বাতিলের ক্ষেত্রে দেখা যায় টাকা নিয়েও কাজ না করে ফেলে রাখে, যার ফল শিক্ষার্থীকে ভোগ করতে হয়।তবে সব কলেজ এক রকম না।
নিজে অনলাইনে ভর্তি বাতিল করতে হলে আপনার ৩ টা পেপার লাগবে। যথাঃ
১। কলেজ ফোর ওয়াডিং লেটার,
২। আপ্লিকেশন ফোর্ম,
৩। অনার্স রেজিস্ট্রেশন কার্ড ( যদি আপনার কাছে থাকে)
অনার্স ভর্তি বাতিলের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
কলেজ ফোর ওয়াডিং লেটারঃ
আপনি আপনার কলেজের অধ্যক্ষ কাছে ভর্তি বাতিলের অনুমতি চেয়ে দরখাস্ত লেখবেন এবং কলেজের অধ্যক্ষ এর কাছ থেকে অনুমতি আনবেন।
নিচে ভর্তি বাতিলের আবেদন পএ দেওয়া হলো:
ভর্তি বাতিলের আবেদন পত্র |
তারিখ:
মাননীর,
ডীন,
জাতীয় বিশ্ববিদ্যালয়,
গাজীপুর,
মাধ্যমঃ অধ্যক্ষ আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজ,
বিষয়ঃ ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশীট উত্তোলনের জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি রাকিবুল ইসলাম ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে গণিত বিভাগে আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজে ভর্তি হই।
বর্তমানে আমার পারিবারিক ও অর্থনৈতিক সমস্যার কারনে
ভর্তি বাতিল করা একান্ত প্রয়োজন।
অতএব, আমার ভর্তি বাতিল পূর্বক মূল মার্কশীট উত্তোলনের
জন্য জনাবের অনুমতি প্রার্থনা করছি।
বিনীত নিবেদক,
রাকিবুল ইসলাম
স্নাতক (সম্মান) ১ম বর্ষ
শিক্ষাবর্ষ :
শ্রেনি রোলঃ
রেজিঃ
মোবাইলঃ
রেজিস্ট্রিশন কার্ডঃ যেটা ফর্ম কিলাপের সময় দিয়ে দেওয়া হয়।
এই টা কাগজ রেডি করার পর এই কাগজ নিয়ে একজন অভিজ্ঞ সাইবার কেফ বা অনলাইনের ভর্তি আবেদন করে তার দোকানে যাবেন গিয়ে বলবেন,
আপনি যদি ভর্তি বাতিল করতে পারেন,তাহলে আমার ভর্তি বাতিলের আবেদন করে দিবে।
ওনি আবেদন শেষে আপনাকে একটা সোনালী ব্যাংক পে রশিদ দিবে।ওটা নিয়ে সোনালি ব্যাংকে ৭৪৬ টাকা জমা দিবেন। ৭-১৫ দিন অপেক্ষা করুন এবং কম্পিউটার দোকানে গিয়ে খোজ নিন ভর্তি হয়েছে কি না। যদি বাতিল হয়ে যায় দোকানদার আপনাকে একটা কাগজ প্রিন্ট করে দিবে।ওই কাগজ কলেজে দেখালে আপনার মার্কশিট দিয়ে দিবে এবং কাজ শেষ।
না বুঝলে নিচের ভিডিওটি দেখতে পারেনঃ
না বুঝলে নিচের ভিডিওটি দেখতে পারেনঃ
তাই অনলাইনে নিজে ভর্তি বাতিল আবেদন করাটাই সবচেয়ে best, এর ফলে আবেদনের ফলাফল সম্পর্কে শিক্ষার্থী নিজেও নিশ্চিত থাকতে পারে।
অনলাইনে ভর্তি বাতিল :
এর জন্য সর্বপ্রথম একটু স্টুডেন্ট একাউন্ট খুলতে হবে হতে।
একাউন্ট খুলতে লাগবে "অনার্স/
মাস্টার্স/ডিগ্রী" যে কোর্সে আপনি পড়েন তার রেজিষ্ট্রেশন নম্বর।
রেজিষ্ট্রেশন কার্ড না থাকলে Admission From এর কপি।
একাউন্ট আপডেটের পর একাডেমিক ম্যানু হতে "এডমিশন ক্যান্সেল" নির্বাচন করলে এডমিশন ক্যান্সেল ফরম চলে আসবে।
তাতে যথাক্রমে
১) ফরওয়ার্ডিং লেটার ;
২) রেজিষ্ট্রেশন কার্ড ; স্ক্যান করে attached করবেন এবং ভর্তি বাতিলের কারন লিখে তা submit করবেন।
এরপর ভর্তি বাতিল ফি প্রদানের জন্য একটি Pay slip বা ব্যাংক রশিদ তেয়া হবে। তা প্রিন্ট করে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি ৭০০/- ও ৪৬/- ভ্যাট।
ঠিকা : কলেজকে তাদের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।
যদি কারো রেজিষ্ট্রেশন সম্পন্ন হবার আগেই ভর্তি বাতিল করতে হয় :
সেক্ষেত্রে এ যেয়ে New Student Registration সিলেক্ট করে তা যথাযত ভাবে পূরণ করে ভর্তির "Admission From" টা সাবমিট করুন।
এর দুই-এক দিনের মধ্যেই আপনার ইমেইলে এনইউর আইটি বিভাগ হতে খন্ডকালীন ব্যবহারের জন্য একটি একাউন্ট নম্বর ও পাসওয়ার্ড দিবে। তা দিয়ে লগইন করে উপরের নিয়ম অনুসারে আবেদন করে ফেলুন।
আবেদনের পর টাকা পা্রয়ার ৭ থেকে ১৫ দিনের মধ্যেই ভর্তি বাতিল করে একটি "Letter" দিবে, এ লেটার প্রাপ্তি মানেই ভর্তি বাতিল কার্যক্রম সম্পস্ন।
ফরওয়ার্ডিং : বিশ্ববিদ্যালয়ের ডিন বরাবর কলেজ অধ্যক্ষের লেখা পত্র। এ পত্রে অধ্যক্ষের সিলমোহর ও সিগনেচার থাকতে হবে।
ভর্তি বাতিল সংক্রান্ত সমস্যা এড়াতে নিচের কাগজ গুলো সংরক্ষন করে রাখুন :
এডমিশন ফরমের স্টুডেন্ট কপি
ভর্তি বাতিলের জন্যে ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ
অনার্স/ডিগ্রীর রেজিষ্ট্রেশন কার্ডের মূলকপি
ভর্তি বাতিল অনুমোদন চিঠি।
ভর্তি বাতিলের জন্য আবেদন পত্র লেখার
ভর্তি বাতিলের জন্য আবেদন পত্র লেখার
এডমিশান ফরমের স্টুডেন্ট কপি হারিয়ে গেলে কী করতে হবে?
এটার মূল কপি না দিয়ে ফটোকপি দিলে কাজ হবে কী?
হ্যা কাজ হবে ৯০% আমার মনে হয়।
আপনার সাথে যোগাযোগ করতে চাই।
আমি ক্যান্সেল করছি বাট প্রায় এক মাস হয়ে গেলো কিন্তু Nu থেকে ক্যন্সেল লেটার দিলো না কি করতে পারি
জাতীয় বিশ্ববিদ্যালয় হেল্প লাইনে যোগাযোগ করুন আশা করা যায় সমাধান পাবেন।
হেল্পলাইনঃ ১৬৪২৯
Ami vorti batil korle,, koto din lagbe batil hote? Ami 2019 er student akhn ami vorti batil kore onno College a vorti hote chacci, amr ki kora lagbe
vorti batil korte 7-15 din lagte pare..vorti batil er niom ai post bistarito dewa hoyeche.dekhe nin..
Application form er photocopy dile ki kaj hobe?
Application form er original Thakle otai scan kore diben..na Thakle photocopy diben.
Ami vorti batil korar por confirmation letter asar purbe ki application korte parbo?
Ji parben.
Jodi Kau reg. Ba from fill up na kore tobe ki tar vorti batil hoya jabe/?
Reg na korle take vorti batil korte hobe na.
ctgকলেজ ১৫০০ টাকা চাইতেছে
বুঝলাম।
আমি বেসরকারি কলেজে ১৯-২০ সেশনে ২-১ মাস ক্লাস করেছিলাম,,,,এখন ভর্তি বাতিল করতে কি ওই ২ মাসের টাকা পরিশোধ করতে হবে নাকি আরও বেশি টাকা চাইবে
কলেজে যোগাযোগ করুন।
আমি কী ভর্তি বাতিল করার পূর্বে নতুন কলেজে ভর্তি হতে পারব? কারণ,ভর্তি বাতিলের অপেক্ষায় বসে থাকলে ভর্তির তারিখ শেষ হয়ে যাবে।
এখানে বিকল্প বিদ্যালয়ের কিছু বলার নেই।
Online vorti batil korar ki kono date ba time thake naki jekono somoy apply kora jay vorti batil er plz boln
Online vorti batil korar ki kono date ba time thake naki jekono somoy apply kora jay vorti batil ar plz amak janaban plz
যেকোনো সময় ভর্তি বাতিলের আবেদন করা যায়।
Ami ager bar degree ty vorti hoyse ar aibar honours a change paise clg ow borti hoyse.. Ager vorti batil kora hoy nai seita jodi 6 mas ow batil kori tahola ki amar somosa Honours vorti ty plz janaban vaiya khvo tenson a asi
6 mas por jodi batil kori tahola ki somosa hoby aibar honours vortite.. Registrations ki kono somosa hoby vaiba janaban..plz
ভুলবশত ভর্তি বাতিল করলে পুনরায় ভর্তি বাতিল করতে না চাইলে কী করনীয়? দয়া করতে উত্তর দিবেন।
আমিও জানতে চাই
দৈত্ব ভর্তির ফলে যেকোন একটি ভর্তি বাতিল করলে অন্যটির রেজিস্ট্রেশন কার্ড কি পাওয়া সম্ভব?
অামার অনার্স ১ম বর্ষের ফর্মফিলাম হইছে এখন পরিক্ষা ১৩ তারিখ আমি এখন পড়তে চাচ্ছি না৷ এদিকে ভর্তি চয়েস ডেট ও শেষ৷ কোন উপায় অাছে?
২০১৯-২০২০ শেসন
ধন্যবাদ
Vai ami 2019 a vorti hoychi hoye 15/20 din collage gesi tar por r collage jai ni reg korini fromfilapo korini...kintu ami marksit tule ansi ta ami ki akhon vorti hote parbo...plz janan
কলেজে যোগাযোগ করুন ভাই একটু কষ্ট করে।
vai ami master's final 2019-20 session a 08-12-2021 tarikhe vorti hoyechi,ekhon amr problem er jonno oi clg a porte chacchina,ami ki vorti batil kore abar release slip a apply korte parbo ei session ei? plz amk ektu janan,jodi korte pari tahole amk ki ki korte hbe?
vai ami vorti batil krchi but vorti vatil korar abedon ta College a joma dei nai akno ki problem hobe
ami 2019-20 vorti batil korI registration card asar agei..... abar 2020-21 e zooloy te vorti hoi,,,,eibar registration card aseni...ki korbo vai
ফর্ম ফিলাপ করার পর কি ভর্তি বাতিল করা যায়?
vaiya.. Ami 20-21 vorti howar por ekdin o clg e Jai nai.. ekhon Ami vorti batil Kore onno clg e vorti hote chai Ami reg card kivabe pabo ar online e batil korle ager sob bokeya o dite hobe?