পর্ব ০১: স্পোকেন ইংলিশ কোর্স ইন বাংলাদেশ

স্পোকেন ইংলিশ কোর্স ইন বাংলাদেশ
স্পোকেন ইংলিশ কোর্স ইন বাংলাদেশ

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা শিখতে আগ্রহী তারা সব সময় চাই ভালো কিছু শিখতে। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটি স্পোকেন ইংলিশ কোর্স।

স্পোকেন ইংলিশ কোর্স ইন বাংলাদেশ

এই কোর্সটিতে সম্পূর্ণ ফ্রিতে অংশ গ্রহন করতে পারবেন এবং মাসিক পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে বই জিতে নিতে পারেন। বিকল্প বিদ্যালয়ে প্রতি শুক্র ও সোমবার পর্ব আকারে স্পোকেন ইংলিশের লেসন গুলো প্রকাশিত হবে। আপনাকে শুধু নিজ দায়িত্বে পোস্ট গুলো পড়তে হবে। 

ইংলিশ শিখুন

আজ শিখবো কিভাবে শুরু করবেন ইংরেজিতে কথা বলা।চলুন শুরু করা যাকঃ 
Hi= হাই
Hello= হ্যালো
Assalamu alaiqum = আসসালামু আলাইকুম
How are you? ( হাউ আর ইউ?) = কেমন আছেন?

আমাদের সাথে যদি করো দেখা হয় তখন আমরা বলতে পারি, Hi, Assalamu alaiqum, How are you? অর্থাৎ  হাই আসসালামু আলাইকুম কেমন আছেন? 

আজ এই পর্যন্তই থাক। এই টুকু পড়ুন, শিখুন, প্রাকটিস করুন।  ইংরেজি জানলেই ইংরেজিতে কথা বলা যায় না। যথেষ্ট চর্চার প্রয়োজন।

দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ ❤️

Premium Book And Course Link:



Next Post Previous Post
1 Comments
  • Samim
    Samim ১০ মে, ২০২১ এ ১২:১৬ AM

    Thanks

Add Comment
comment url

 যেকোনো বিভাগের শিক্ষার্থী হিসেবেই তুমি পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে।