বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তি তথ্য ২০২৪-২৫| BUP সাজেশন
ছবিঃ ফেইজবুক |
Bangladesh University of Professionals (BUP)
১.অনলাইন আবেদন শুরুঃ
২.অনলাইন আবেদন শেষঃ
৩.প্রবেশ পত্র ডাউনলোডঃ
পরীক্ষার তারিখ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তি আবেদন ফি
প্রতি বিভাগের জন্য ৭৫০ টাকা ফি প্রদান করতে হবে।
- শিক্ষার্থীরা ঢাকা,খুলনা, চট্টগ্রাম ও বগুড়াতে থেকে পরীক্ষা দিতে পারবে।
- প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কর্তন করা হবে।
- পরীক্ষা হবে সম্পুর্ন এমসিকিউ পদ্ধতিতে।
- ভর্তি পরীক্ষা হতে ৬৫%, মৌখিক পরীক্ষা হতে ১৫%, এইচএসসি রেজাল্ট হতে ৫% এবং এসএসসি পরীক্ষা হতে ১৫% নম্বর গণনা করা হবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তি প্রস্তুতি সাজেশন
জয়কলি পাবলিকেশন এর "BUP প্রশ্নব্যাংক ও ভর্তি সহায়িকা " বইটি পড়তে পার।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভর্তি তথ্য ২০২৪-২৫
[ FBS+FASS = 25 October & FSSS+FST = 26 October ]
২০২২/২৩ সালে HSC উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এবং SSC জন্য কোন শর্ত নেই।
1. Faculty of Science & Technology ( FST). Total Department : 2 & Total Seat :150
A. Information & Communication Engineering (ICE) (100).
B. Environment Science (ES) (50).
শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাএীরা আবেদন করতে পারবে।
SSC+ HSC ToTal GPA: 9.25 ( SSC/HSC তে আলাদাভাবে কমপক্ষে 4.50 থাকতে হবে।
Marks Distribution :
Math/ Biology : 25
Physics : 25
Chemistry : 25
English : 25
অর্থাৎ সর্বমোট ১০০ মার্কসের পরীক্ষা হবে। এবং সময় ১ ঘন্টা। ( Math/Biology যে কোন একটা ইচ্ছে মতো উত্তর করলেই হবে)
=> কেউ যদি ICE পেতে চায়, তাহলে তার HSC তে Compulsory/Optional হিসেবে অবশ্যই Math থাকতে হবে।
=> কেউ যদি ES পেতে চায়, তাহলে তার HSC তে Compulsory/ Optional হিসেবে অবশ্যই Biology থাকতে হবে।
=> কেউ যদি ICE/ES দুটোই পেতে চায়, তাহলে HSC তে Math +Biology দুটোই Compulsory/Optional হিসেবে থাকতে হবে।
[ বি:দ্র: Calculator ব্যবহার করা যাবেনা ]
2. Faculty Of Business Studies (FBS) (BBA).
Total Department : 5 & Total Seat :500
A. BBA- General (100).
B. BBA in Accounting & Information System (AIS) (100).
C. BBA in Finance & Banking (F&B) (100).
D. BBA in Management (100).
E. BBA in Marketing (100).
এই Faculty তে সকল গ্রুপের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে।
For Science Total GPA : 8.50 (SSC/HSC Minimum 4 থাকতে হবে).
For Business Studies Total GPA: 8.25 (SSC/HSC Minimum 3.75 থাকতে হবে).
For Humanities Total GPA : 8.25 (SSC/HSC Minimum 3.75 থাকতে হবে).
Marks Distribution :
Math : 35
English : 35
GK : 30
অর্থাৎ সর্বমোট ১০০ মার্কসের পরীক্ষা হবে। এবং সময় ১ ঘন্টা।
[ বি:দ্র: Calculator ব্যবহার করা যাবে না ]
bangladesh university of professionals tuition fees
3. Faculty of Arts & Social Sciences (FASS).
Total Department : 6 & Total Seat : 350
A. Economics (100).
B. English (50).
C. Public Administration (PA) (50).
D. Development Studies (DS) (50).
E. Disaster and Human Security Management (DHSM) (50).
F. Sociology (50).
এই Faculty তে সকল গ্রুপের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে।
For Science Total GPA: 8.50 ( SSC/HSC
Minimum 4.00 থাকতে হবে ).
For Business Studies Total GPA: 8.25 ( SSC/HSC Minimum 3.75 থাকতে হবে ).
For Humanities Total GPA : 7.75 ( SSC/HSC Minimum 3.75 থাকতে হবে ).
Marks Distribution :
English :40
Bangla :30
GK: 30.
অর্থাৎ সর্বমোট ১০০ মার্কসের পরীক্ষা হবে। এবং সময় ১ ঘন্টা।
=> কেউ যদি Economics পেতে চায়, তাহলে তার SSC/ HSC যেকোন একটি তে Economics/Accounting/ Statistics/Higher
Math এ কমপক্ষে A- থাকতে হবে।
4. Faculty of Security & Strategic Studies
(FSSS).
Total Department : 3 & Total Seat : 250
A. Mass Communication & Journalism ( MC&J)
(50).
B. International Relations (IR) (100).
C. Law (100).
এই Faculty তে সকল গ্রুপের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে।
For Science Total GPA : 8.50 ( SSC/HSC
Minimum 4.00 থাকতে হবে ).
For Business Studies Total GPA : 8.25 ( SSC/HSC Minimum 3.75 থাকতে হবে ).
For Humanities Total GPA : 8.25 (SSC/HSC Minimum 3.75 থাকতে হবে ).
Marks Distribution :
English : 50
GK: 30
Bangla : 20
অর্থাৎ সর্বমোট ১০০ মার্কসের পরীক্ষা হবে। এবং সময় ১ ঘন্টা।
[ বিঃদ্রঃ বাংলা ব্যতীত বাকি সকল বিষয়ের প্রশ্ন ইংরেজিতে করা হবে। তবে Science Faculty তে ইংরেজির পাশাপাশি বাংলাও লিখা থাকবে ].