বিসিএস প্রস্তুতি : সাধারণ জ্ঞান মনে রাখার কৌশল

এই পোস্টে থাকছে সাধারণ জ্ঞান শর্ট টেকনিক ও সাধারণ জ্ঞান  মনে রাখার শর্টকাট টেকনিক সাধারণ জ্ঞান শট টেকনিক মুদ্রার নাম মনে রাখার কৌশল
সাধারণ জ্ঞান মনে রাখার কৌশল 
সাধারণ জ্ঞান কারো কাছে আগ্রহের বিষয়, আবার কারো কাছে ভয়ের কারন। তবে হাতে যদি সময় থাকে সময়কে যদি সঠিক ভাবে ব্যবহার করা যায় তবে সাধারণ জ্ঞানে ভালো করা সম্ভব। চলুন জেনে নেই,

 সাধারণ জ্ঞান মনে রাখার কৌশল 

সাধারণ জ্ঞান মনে রাখতে হলে আপনাকে সময়ের মূল্যায়ন করতে হবে। অনেকে এভাবে চিন্তা করে,এখন সাধারণ জ্ঞান পড়লে পরীক্ষার আগে ভুলে যাব,তাই পরীক্ষার আগে সাধারণ জ্ঞান পড়বো।

আমার মনে হয়,এমন না ভাবা উচিত। কেননা সাধারণ জ্ঞান অল্প পড়লে পরীক্ষার সময় উত্তর করতে কনফিউশন চলে আসে। ফলে অনেক পড়া প্রশ্নের ভুল উত্তর করে আসি।

এজন্য শুরু থেকেই প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সাধারণ জ্ঞান পড়লে মনে রাখা তুলনামূলক সহজ হবে।

সাধারণ জ্ঞান শট টেকনিক

আবার কিছু সাধারণ জ্ঞান আছে তুলনামূলক কঠিন, সে গুলো বিভিন্ন ছন্দ বানিয়ে মনে রাখা সম্ভব।  বাজারে পাওয়া যায় অনেক বইতে ছন্দ পাবেন। যেমন জয়কলি পাবলিকেশন এর বইতে ছন্দ দেওয়া আছে।

সাধারণ জ্ঞান মনে রাখার আর একটি কৌশল, কঠিন প্রশ্ন গুলো নোট করে রাখবেন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় চর্চা করবেন। এভাবে ভালো করে আয়ত্ত করবেন। দেখবেন তুলনামূলক পরীক্ষা ভালো হবে।

লেখক
আল আমিন মিয়া
সরকারি রাজেন্দ্র কলেজ

মুদ্রার নাম মনে রাখার কৌশল;

যে সকল দেশের মুদ্রার নাম " ক্রোনা "
শর্টকাট টেকনিক : "ডেনমার্কে আসুন"
ডেনমার্কে -ডেনমার্ক
আ- আইসল্যান্ড
সু- সুইডেন
ন- নরওয়ে।

"সংগৃহিত"

মনে রাখবেন ভাল ফলাফল করতে পড়ার বিকল্প নাই। সর্বশেষ সবার জন্য শুভকামনা। 

Ads

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url