অনার্স পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ৫ উপায়
পরীক্ষায় ভাল ফলাফল করতে পড়ার বিকল্প নেই।তবে কিছু কৌশল অবলম্বন করলে ভালো ফলাফল করা সহজ হয়ে যায়। বিকল্প বিদ্যালয় তোমাদের জন্য কিছু কৌশল দিচ্ছে,আশা করি কাজে আসবে।
১.অনার্স পরীক্ষায় কত পেজ লিখবেন;
অনার্স এক্সামে মোট ৩টি বিভাগ থেকে উত্তর করতে হয়:
- ক বিভাগ : এতে এক কথার বা একটি পরিপূর্ণ বাক্যই যথেষ্ট।
- খ বিভাগ : এ প্রশ্নে সর্বোচ্চ ২/৩ পৃষ্ঠা লিখা যেতে পারে।
- গ বিভাগ : ৩/৪/৫ পৃষ্ঠা লিখলেও সমস্যা নেই।
- বি:দ্রঃ আপনার লেখা কত টুকু দ্রুত তার উপর নির্ভর করে আপনি কয়পেজ লিখবেন।ধরুন আপনার লেখা স্লো, আপনি বেশি করে লিখতে গিয়ে সব প্রশ্নের উত্তর করতে পারলেন না।এতে কিন্তু খারাপ হতে পারে রেজাল্ট।
২. সর্বপরি উত্তরগুলো পর্যায়ক্রমে লিখার চেষ্টা করবেন;
উত্তরগুলো পর্যায়ক্রমে লিখলে যে খাতা মূল্যায়ন করে তার জন্য খাতা মূল্যায়ন করা সহজ হয়ে উঠে। আর পর্যায়ক্রমে উত্তর না করলে স্যারের খাতা তুলনামূলক কঠিন হয়ে উঠে।যার প্রভাব খাতার নাম্বারের উপর পড়তে পারে।
(প্রথমে ক বিভাগ; খ এবং গ বিভাগ)
৩. বিভাগ ভিত্তিক উত্তরগুলো সমান সমান পাতায় লিখা;
বিভাগ ভিত্তিক উত্তরগুলো সমান সমান পাতায় লিখার চেষ্টা করবেন। (একই বিভাগের উত্তরগুলো একটি ২ পাতা অন্যটি ৩ পাতা এমন যেন না হয়)
৪. সুন্দর করে লিখুন;
খেয়াল রাখবেন যা লিখেছেন তা যেন- পরিষ্কার; সোজা-সোজা লাইন; অনুচ্ছেদ আকার নেয়।সুন্দর জিনিস সবাই পছন্দ করে।
৫. বাড়িয়ে লেখার দরকার নেই;
অনার্স সিঁড়িতে না দেখে পা এগিয়ে দেবার পথ নয়। খুব সহজ; অল্প সিলেবাস ভুক্ত লিখা-পড়া। প্রশ্নের উত্তরের যুক্তিতে যা পড়েছেন সেটাই লিখার চেষ্টা করবেন। মনে রাখবেন যে- আপনি আর সৃজনশীলে নেই। যা পড়েছেন তেমনি লিখার চেষ্টা করবেন। (বাড়িয়ে লিখার প্রয়োজন নেই...)
সর্বশেষ বলি - সকল বিষয়ের উত্তরে সমান অগ্রাধিকার দেবার চেষ্টা করবেন।
আপনারা পড়লেন ;