এস এস সি পরীক্ষায় কোন বিষয়ে কত পেলে পাশ ২০২৪
এসএসসি পাশের নিয়ম ২০২৪ |
তাদের জন্য আমার এই পোস্ট। আশা করি শেষ পর্যন্ত পড়বেন।
এস এস সি পরীক্ষায় কোন বিষয়ে কত পেলে পাশ
মৌলিক বিষয় গুলোঃ
বাংলা ১ম পত্র পাশ মার্ক :
লিখিত অংশে ২৩ আর mcq তে ১০ পেলে পাশ।বাংলা ২য় পত্র পাশ মার্ক ঃ
৩৩ পেলেই পাশ।
ইংরেজি ১ম ও ২য় পত্র পাশ মার্ক ঃ
২টা মিলে ৬৬ পেলেই পাশ।
সাধারণ গনিতে পাশ মার্কঃ
লিখিত ২৩ আর mcq ১০ পেলে পাশ।
বিজ্ঞান বিভাগের বিষয় সমূহ
সৃজনশীল অংশঃ
১৭ মার্ক পেলেই পাশ।
Mcq অংশঃ
১৭ মার্ক পেলেই পাশ।
Mcq অংশঃ
১০ পেলেই পাশ।
ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় সমূহ
সৃজনশীল অংশঃ
২৩ মার্ক পেলেই পাশ।
Mcq অংশঃ
২৩ মার্ক পেলেই পাশ।
Mcq অংশঃ
১০ পেলেই পাশ।
মানবিক বিভাগের বিষয় সমূহ
সৃজনশীল অংশঃ
২৩ মার্ক পেলে পাশ।
Mcq অংশঃ
২৩ মার্ক পেলে পাশ।
Mcq অংশঃ
১০ পেলে পাশ।