এইচএসসি ইম্প্রুভমেন্ট দেওয়ার নিয়ম Hsc ২০২০

এইচএসসি ইম্প্রুভমেন্ট, এইচএসসি ইম্প্রুভমেন্ট পরীক্ষা, এইচএসসি ইম্প্রুভমেন্ট দেওয়ার নিয়ম Hsc, এইচএসসি ইম্প্রুভমেন্ট কি, পাশের নিয়ম
তোমাদের মধ্যে অনেকে হয়তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়ার জন্য ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চাচ্ছো। তোমাদের জন্যই বিকল্প বিদ্যালয়ের এই পোষ্ট। নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো। তোমার বন্ধুর ও পরবর্তীতে তোমার কাজে আসতে পারে।

ইমপ্রুভমেন্ট পরীক্ষা কি?

- কোন এক/একাধিক সাবজেক্টে আশানুরূপ রেজাল্ট না আসলে সাবজেক্টগুলোয় পুনরায় এক্সাম দেওয়াকেই ইমপ্রুভমেন্ট এক্সাম বলে।

২। ইমপ্রুভমেন্ট এক্সামের সিলেবাস কি থাকে?নতুন সিলেবাস? নাকি পুরাতন সিলেবাস?
-তোমার ইন্টারের রেজিস্ট্রেশন যে বছর হয়েছে, ওই শিক্ষাবর্ষের জন্য প্রযোয্য সিলেবাস।

ধরো তুমি ২০১৬ সালে ইন্টারদিয়েছো। তাহলে ইমপ্রুভমেন্ট পরীক্ষাও ২০১৬ এর সিলেবাস এবং মানবন্টনেই দিতে হবে।
তবে মনে রেখো ভর্তি পরীক্ষা নতুন শিক্ষাবর্ষের(ইন্টার ২০১৭) সিলেবাস অনুযায়ীই হবে। অর্থ্যাৎ তোমার সিলেবাস(ইন্টার ২০১৬) এবং নতুন সিলেবাস(ইন্টার ২০১৭) দুইটাই আয়ত্ত্ব
করতে হবে তোমাকে।

৩। ইমপ্রুভমেন্ট এক্সাম দিলে কোথায় কোথায় পরীক্ষা দেয়া যাবে??
.এন্সার আসলে ২ টা ক্ষেত্রে ২ ধরনের।
১। ঢাবি ব্যতীত অন্য সকল ভার্সিটিঃ যদি
এই বছর ঢাবিতে এপ্লাই করে থাকো/ এক্সাম দিয়ে থাকো
২। ঢাবি সহ সকল ভার্সিটিঃ যদি এই বছর ঢাবিতে এক্সামের জন্য এপ্লাই না করে থাকো।

৪। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে কি এক্সাম দেয়া যায়??
বুয়েট/কুয়েট/রুয়েট/চুয়েটে নূন্যতম জিপিএ তুলতে পারলে অবশ্যই এক্সাম দিতে পারবা।

এইচএসসি ইম্প্রুভমেন্ট দেওয়ার নিয়ম Hsc

৫। রেজাল্ট পূর্বের তুলনায় খারাপ হলে/ফেইল করলে কি হবে?
-পূর্বের রেজাল্ট আর ইমপ্রুভমেন্ট পরীক্ষার রেজাল্টের মাঝে যে রেজাল্ট ভালো সেটাই কাউন্ট করা হবে।
৬। সার্টিফিকেটের পার্থক্য কি??

-ইরেগুলার স্টুডেন্ট হিসেবে কাউন্ট করা হবে।

৭। ইরেগুলার কি পরবর্তীতে জব/ হায়ারস্টাডিসে কোন প্রভাব ফেলে??
-নাহ, কোন প্রভাব ফেলে নাহ।

৮। কোন কলেজে রেজিস্ট্রেশন করতে হবে??

-রেগুলার স্টুডেন্ট হিসেবে যে কলেজে পড়াশোনা করতে, সেই কলেজে।

৯। রেজিস্ট্রেশন করতে কতো টাকা লাগবে?

-এটা কলেজ টু কলেজ ভ্যারি করে। কোন কলেজ কতৃপক্ষ এক্সট্রা ইনকামের জন্য অধিক রেজিস্ট্রেশন ফীস চাপিয়ে দিতে পারে। সেক্ষেত্রেও কিচ্ছু করার নেই।
N.B: ইমপ্রুভমেন্ট এক্সাম দেওয়ার পরে সেকেন্ড টাইম এলোড এমন কিছু ভার্সিটিতে আর একবার পরীক্ষা দিতে পারবা। আর কিছু ভার্সিটিতে আরো ২ বার পরীক্ষা দিতে পারবা
.
বি.দ্রঃ ঢাবি তেও পূর্ববর্তী বছরগুলোয় ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়ে পুনরায় এডমিশন টেস্ট দেয়া যেতো। এখন নিয়ম টা বাতিল করা হয়। অন্যান্য ভার্সিটিও সেই নিয়ম অনুসরন করবে না, এটা বলা যায় না।

►University Admission সংক্রান্ত যেকোন
তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথেই থাকুন।
আর বিস্তারিত পড়ুন এইচ এস সি মান উন্নয়ন পরীক্ষা : কীভাবে দেবো?

তথ্যসূত্র : সাইফুরস ফেইজবুক পেজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 যেকোনো বিভাগের শিক্ষার্থী হিসেবেই তুমি পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে।