সরকারি তিতুমীর কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ ও যোগ্যতা
সরকারি তিতুমীর কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
আসলে তিতুমীর কলেজে আলাদা ভাবে ভর্তি হওয়া যায় না। কারন তিতুমীর কলেজ সহ ঢাকার ৬ টি সরকারি কলেজ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে। এই সাতটি কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে একসাথে ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষার ফলাফল অনুসারে শিক্ষার্থীরা যে কোনো একটি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। আপনি কোন কলেজে ভর্তি হতে সুযোগ পাবেন এটা নির্ভর করে আপনার ভর্তি পরীক্ষার ফলাফল এর উপর।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি তথ্য ২০২৪-২৫
আশা করি এই লিখাটি পড়লে সাত কলেজ সম্পর্কে আর কোনো ভুল ধারণা থাকবে না।
অনলাইন ভর্তি আবেদন শুরু হবে,
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে ভর্তি পরীক্ষাঃ
বাণিজ্য ইউনিট
বিজ্ঞান ইউনিট
কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিট
ঢাবি অধিভুক্ত ৭ কলেজগুলো নামঃ
১)ঢাকা কলেজ।
২)ইডেন মহিলা কলেজ।
৩)সরকারি তিতুমীর কলেজ।
৪)বেগম বদরুন্নেসা কলেজ।
৫)কবি নজরুল সরকারি কলেজ।
৬)সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
৭)সরকারি বাঙলা কলেজ।
ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি সম্পর্কিত বিষয় সব গুলো জেনে নিন।
৭ কলেজের প্রতিটি কলেজের জন্য আলাদা কোন আবেদন বা পরীক্ষা হবেনা। ৭ কলেজ মিলে একটি আবেদন ও একটি পরীক্ষা হবে। এইখানে ভর্তি হয়ে রেগুলার ক্লাস করতে হবে এবং ৭৫% উপস্থিতি না থাকলে ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। সো,মোটকথা,জাতীয়ের মত একটা সাজেশন বই পড়ে কমন পাওয়া যাবে না,পুরো বই পড়তে হবে,রেগুলার ক্লাস করতে হবে,তাহলে ভাল রেজাল্ট করতে পারবে,না হলে পাস করাই কঠিন হবে।প্রশ্ন করে ঢাবির স্যারেরা,খাতাও দেখে ঢাবির টিচাররা। সো,তাদের প্রশ্নের স্ট্যন্ডার্ড ও মান এতই খারাপ না যে,না পড়ে আনসার করা যাবে।ভাল রেজাল্ট করতে হবে শুরুতে ভাল করে পড়তে হবে। আদারওয়াইজ,ভাল রেজাল্ট করা পসিবল না। সাত কলেজের বিশেষ করে ঢাকা কলেজ,ইডেন,তিতুমীরে হল আছে।যাদের থাকতে সমস্যা বা দূর থেকে আসবেন হলে থাকতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে পাশ মার্কঃ৪৮
৪৮ না পেলে ভর্তির জন্য গ্রহনযোগ্য হবে না।
যারা ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় পাস করেছ তারাই পরীক্ষা দিতে পারবে। পাশ মার্ক পাওয়ার পর আপনাকে কলেজ ও সাবজেক্ট চয়েস দিতে হবে, আপনার রেজাল্টের উপর ভিত্তি করে কলেজ ও সাবজেক্ট দেয়া হবে। ৭ কলেজের মধ্যে এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার
হওয়ার সুযোগ নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে ভর্তি তথ্য অাবেদনের যোগ্যতা :-
চতুর্থ বিষয় সহ মোট পয়েন্ট লাগবে।অালাদা ভাবে
পয়েন্ট লাগবে না।
বিজ্ঞান -৭.০০
ব্যবসায় - ৬.৫০
মানবিক -৬.০০
যারা ২০২৩ তে HSC পাশ করেছে বা ইম্প্রুভ দিয়েছে (রেজাল্ট পরিবর্তন হতে হবে)
তিন ইউনিটে মোট অাসন সংখ্যা =২৩৩১৫ টি।
বিজ্ঞান- ৬৫০০ টি
ব্যবসায়-৫১৮৫ টি
মানবিক -১১৬৩০ টি
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের বিভিন্ন ইউনিটে ভর্তির পরীক্ষায় আসা
বিষয়গুলোঃ
ক- ইউনিট ( বিজ্ঞান বিভাগ)
বাংলা,ইংরেজি,পদার্থবিজ্ঞান,
রসায়ন,গনিত,জীববিজ্ঞান। ৬ টি বিষয়ের মধ্যে ৪ টির উত্তর দিতে হবে।
খ-ইউনিট(মানবিকবিভাগ)বাংলা,ইংরেজি,সাধারন
জ্ঞান থেকে প্রশ্ন হবে।
গ - ইউনিট ( ব্যবসায় শিক্ষা বিভাগ)
বাংলা,ইংরেজি,হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
পরীক্ষা হবে ১২০ মার্কের। কোন নেগেটিভ মার্কিং নেই। SSC ও HSC রেজাল্টের উপর ৮০ নাম্বার
থাকবে।
পরীক্ষার সময় ১ ঘন্টা। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে প্রতিটি প্রশ্নের মান ১.২০ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে ভর্তি পরীক্ষার নাম্বার বন্টনঃ
মোট নাম্বার ২০০, তার মধ্যে MCQ পরীক্ষা ১২০ মার্কের এবং বাকী ৮০ নাম্বার SSC ও HSC এর নাম্বারের উপর। এক্ষেত্রে SSC পাওয়া GPA কে ৬
দিয়ে গুন ও HSC পাওয়া GPA কে ১০ দিয়ে গুন করে, SSC ও HSC এর নাম্বার যোগ। স্ব স্ব ইউনিট থেকে পরিক্ষা দিতে হবে।
অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধু ক- ইউনিট থেকে পরীক্ষা দিতে পারবে।(এইবার ডি ইউনিট চালু করতে পারে,বা এক ইউনিট থেকে আরেক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে পারে।)
ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা শুধু গ- ইউনিটে পরিক্ষা দিতে পারবে।এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু খ- ইউনিটে পরীক্ষা দিতে পারবে।(এইবার ডি ইউনিট চালু করতে পারে,বা এক ইউনিট থেকে আরেক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে ভর্তি যোগ্যতাঃ
২০১৭ থেকে ২০২১ সালে SSC পাশ ও ২০২৩ সালে HSC পাশ করতে হবে৷ বিজ্ঞান ও বানিজ্য বিভাগের পরীক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে না। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও বানিজ্য বিভাগে এবং বানিজ্য বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিষয়ে পড়তে ইচ্ছুক থাকে তাহলে ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভাগ পছন্দক্রম ফরম পূরণের সময় তা উল্লেখ করতে হবে এবং মেধার ভিত্তিতে আসন সংখ্যা অনুযায়ী ভর্তি সম্পন্ন হবে।
পরীক্ষার প্রস্তুতি ঢাবির ভর্তি পরীক্ষার প্রস্তুতির মত নিলে হবে। তাছাড়া সাত কলেজের জন্য লাইব্রেরিতে অনেক বই আছে।
৭ কলেজের মধ্যে ২ টি শুধু
মেয়েদের কলেজ : ইডেন ও
বদরুন্নেসা কলেজ, ১টি শুধু
ছেলেদের কলেজ : ঢাকা কলেজ এবং বাকী ৪ টি কলেজে ছেলে - মেয়ে উভয়ই আছে।