দৈনিক পড়ার রুটিন hsc

দৈনিক পড়ার রুটিন, দৈনিক পড়ার রুটিন ssc, দৈনিক পড়ার রুটিন jsc, চাকরির পড়ার রুটিন,ছাএদের প্রতিদিনের রুটিন, রুটিন তৈরী, নবম শ্রেণীর পড়ার রুটিন, বিসিএস পড়ার রুটিন, দৈনন্দিন রুটিন
দৈনিক পড়ার রুটিন
ইদানীং আমাদের অনেকেই পরীক্ষার আগে দৈনন্দিন পড়ার রুটিন টা খুজে। তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম প্রতিদিনের পড়ার রুটিন।আশা আমাদের এই রুটিনটা অনুসরণ করলে ভাল ফলাফল হবে ইনশাআল্লাহ।

দৈনিক পড়ার রুটিন hsc দৈনিক পড়ার রুটিন ssc চাকরির পড়ার রুটিন

সকালে পড়ার রুটিন:

সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন।তারপর ১০-১৫ হাটাহাটি করবেন।এবার হালকা কিছু খেয়ে পড়তে বসবেন। স্কুল বা কলেজে যাওয়া আগ পর্যন্ত পড়বেন। একটানা পড়তে খারাপ লাগবে প্রতি আধাঘণ্টা পর ৫ মিনিট বিরতি নিন।এতে তোমার ব্রেন নতূন ভাবে রিফ্রেস হবে।কিন্তু মনে রাখবেন এই বিরতির সময় প্রয়োজন ছাড়া ফোন ধরবেন না।
দৈনিক পড়ার রুটিন, দৈনিক পড়ার রুটিন ssc, দৈনিক পড়ার রুটিন jsc, চাকরির পড়ার রুটিন,ছাএদের প্রতিদিনের রুটিন, রুটিন তৈরী, নবম শ্রেণীর পড়ার রুটিন, বিসিএস পড়ার রুটিন, দৈনন্দিন রুটিন
ছবিঃ টেন মিনিট স্কুল

বিকালে পড়ার রুটিন:

স্কুল বা কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়া শেষে যোহরের নামাজ পরে নিবেন। এর পর কিছুক্ষণ ঘুমাবেন। ঘুম থেকে উঠে সময় থাকলে পড়তে বসতে পারেন।আসরের নামাজ শেষে বিকালবেলা পরিবারের সাথে বা বন্ধুদের সাথে কাটাবেন।

রাতে পড়ার রুটিন:

মাগরিবের নামাজ পরে পড়তে বসবেন হালকা কিছু খেয়ে।কারন অনেকেই পড়তে বসলে খিদে পায়। তারপর এশার নামাজ পরে আবার পড়তে বসবেন। চাইলে নামাজ এর পর রাতের খাবার খেয়ে নিতে পারেন। আর হ্যা তুলনামূলক জটিল পড়া ঘুমানোর আগে পড়তে পারেন।ঘুমানোর আগে পড়া বেশিক্ষন মনে থাকে।

নিজের রুটিন যাচাইঃ
দৈনিক কি পরিমাণ রুটিন ফলো করছেন তা নিজেই আইডিয়া করে পারসেন্টেজ দিয়ে দিন। যেমনঃ আজকে যদি ৫০% রুটিন অনুযায়ী পড়তে পারেন, তবে ভেবে নিন আগামীতে ৫৫% করার জন্য আরেকটু সময় দিতে হবে।
চাইলে নিচের ভিডিওটা দেখে নিতে পারেন।
কিছু জানতে চাইলে কমেন্ট করুন সবার জন্য

শুভকামনা। ধন্যবাদ সবাইকে।

Tag:দৈনিক পড়ার রুটিন, দৈনিক পড়ার রুটিন ssc, দৈনিক পড়ার রুটিন jsc, চাকরির পড়ার রুটিন,ছাএদের প্রতিদিনের রুটিন, রুটিন তৈরী, নবম শ্রেণীর পড়ার রুটিন, বিসিএস পড়ার রুটিন, দৈনন্দিন রুটিন 
Next Post Previous Post
3 Comments
  • Educational news
    Educational news ১০ ডিসেম্বর, ২০২০ এ ৮:০৮ AM

    অসাধারণ সাজেশন, ভাই এই থিমটা কি দেওয়া যাবে,যদি দেওয়া যাই,তাহলে,ইমেল করবেন।sohelrn56@gmail.com

  • Unknown
    Unknown ৬ ফেব্রুয়ারী, ২০২১ এ ১০:১১ PM

    আলহামদুলিল্লাহ, খুব ভালো সাজেশন।
    আমি আরমান হোসাইন।
    রাংগুনীয়া সরকারি কলেজ, একাদশ শ্রেণি

    • Administrative
      Administrative ৭ ফেব্রুয়ারী, ২০২১ এ ১০:৫৩ AM

      ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Add Comment
comment url

 যেকোনো বিভাগের শিক্ষার্থী হিসেবেই তুমি পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে।