স্কুল কলেজ কবে খুলবে বাংলাদেশ আপডেট ২০২১

স্কুল কলেজ কবে খুলবে বাংলাদেশ আপডেট ২০২১

আসসালামু আলাইকুম শিক্ষার্থী বাসী। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ্‌। করোনার কারনে শিক্ষা প্রতিষ্টান বন্ধ।বন্ধের প্রথম দিকে ভালো লাগতো আহা কলেজে যেতে হবে না। ভাবতেই খুশি খুশি লাগতো। সময় যেতে যেতে এখন দেখছি অনেকটা সময় চলে গেলো। নিজের অর্জনে কিছুই নেই।১বছর আগে সিভিতে ছিলো যা এখনো তাই আছে।কিছুই আপডেট হয় নি। সুধু চলে গেলো সময়। 

যাই এখন সব আনন্দ শেষ করে দিচ্ছে ভবিষ্যৎ এর চিন্তায় কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে? কবে শেষ হবে লেখাপড়া?  ৩০ এর আগে কি শেষ করতে পারবো? আমাদের সাথের যারা চাকরি করছে তারা আজ চাকুরীজীবী। আগে আমাদের কেউ "কি করো?" জিজ্ঞাসা করলে বলতাম " লেখাপড়া করি।  আর এখন কেউ এসেই জিগায় " কিরে লেহাপড়া কি ছাইড়া দিছোচ?" অনেক ফাউ কথা কইলাম চলো এবার কাজের কথা আসি।

স্কুল কলেজ কবে খুলবে বাংলাদেশ আপডেট ২০২১


স্কুল কলেজ কবে খুলবে এই প্রশ্নটা আমরা মাঝেমাঝেই গুগলকে জিগাই। গুগল যা দেখায় তা দেখে আমরা হতাশ হয়ে যাই তাই না? কি দেখায় ভাই? দেখায় এমন -" শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো এত দিন"। এটা দেখে আমরা আবার শুয়ে পড়ি।  কিছু দিন পড় আবার এভাবে গুগলকে জিগাই "স্কুল কলেজ কবে খুলবে?" 

এখন কথা হচ্ছে আপনারা আমার লেখাটা পড়ছেন এটা জানার জন্য স্কুল কলেজ কবে খুলবে? হ্যা উত্তর দিবো। তো শুনুন স্কুল কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান সে দিনই খুলবে যে বিশেষজ্ঞরা বা সরকার বা শিক্ষামন্ত্রী  মনে করবে  শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মত পরিস্থিতি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সবাই স্কুল কলেজে যাবে আপনার বন্ধুরা আপনাকে ডেকে নিয়ে যাবে। এতো ভেবে লাভ নাই ভাই বুঝলেন? 

অবসর সময় পাইছেন সময়টা কাজে লাগান। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য অপেক্ষা না করে নিজেই কিছু শুরু করুন। হতে পারে বড় হয়ে যা করতে চেয়েছেন তার থেকে বড় কিছুর মালিক হয়ে গেছেন। নিজের স্কিল বাড়াতে পারেন, ছোট ব্যবসা শুরু করতে পারেন। চলুন জেনে নেই কিভাবে সময় কাজে লাগাবেন-

স্কুল কলেজে পরীক্ষা কবে হবে

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাআল্লাহ স্কুল কলেজ খুলবে।তারপর স্কুল কলেজের পরীক্ষা শুরু হবে। সর্বশেষ ১৩ জুন ২০২১ শিক্ষাপ্রতিষ্ঠান খুলার কথা ছিল। করোনা পরিস্থিতি বিবেচনায় ১৩ জুন ওই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।

ভাই আপনি এতো কিছু বলার পর এটা পড়তেছেন স্কুল কলেজের পরীক্ষা কবে হবে🤣। স্কুল কলেজ কবে খুলবে এটারই ঠিক নাই স্কুল কলেজের পরীক্ষা কবে হবে।

বিশ্ববিদ্যালয় কবে খুলবে বাংলাদেশ

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় খুলবে। সর্বশেষ ১৩ জুন ২০২১ শিক্ষাপ্রতিষ্ঠান খুলার কথা ছিল। করোনা পরিস্থিতি বিবেচনায় ১৩ জুন ওই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।

আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো পোস্টে। বসে না থেকে কিছু একটা করুন। সবাই নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো কিছু করার তাউফিক দান করেন আমিন। আল্লাহ হাফেয🖐️

কে লিখেছে এসব ?🧐
ভাই ভাই আমি  আল-আমিন মিয়া লিখছি। ঐ যে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্সে পড়ি। আরে কারে কইতাছি এসব?  কেউ-ই তো শুনছে না🙃
Next Post Previous Post
4 Comments
  • Ahil shakib
    Ahil shakib ৮ জুন, ২০২১ এ ৮:০৩ AM

    আমি অনার্স ৩য় বর্ষে পড়ুয়া ছাত্র।

    এখন চাচ্ছি নতুন করে ১ম বর্ষে ভর্তি হতে,, এটাকি সম্ভব??

    • Administrative
      Administrative ৮ জুন, ২০২১ এ ৯:১৬ AM

      না ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন আপনি নতুন করে অনার্স ও ডিগ্রীতে ভর্তি হওয়ার সুযোগ নেই। আল্লাহ আপনাকে সামনে এগিয়ে যাওয়ার তাওফিক দান করুক।

  • Banglar Alo
    Banglar Alo ১৬ জুন, ২০২১ এ ৬:৫৭ AM

    SSC তে ব্যবসায় শাখা আর HSC তে মানবিক পড়ে পাশ করছি । তাহলে আমি কি ডিগ্রি বিবিএস (ব্যবসায় শাখায়) পাস কোর্সে আবেদন অথবা ভর্তি হওয়া যাবে ? দয়া করে বললে খুবই উপকৃত হতাম ।

    • Administrative
      Administrative ১৬ জুন, ২০২১ এ ১১:৩৪ AM

      দুঃখিত। আমার জানা মতে, আপনি ডিগ্রি বিবিএস ( ব্যবসায় শাখায়) পাস কোর্সে আবেদন করতে পারবেন না। তার পরও আবেদনের সময় একবার চেষ্টা করে দেখবেন। আল্লাহ আপনাকে সামনে এগিয়ে যাওয়ার তাওফিক দান করুক।

Add Comment
comment url