অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র ২০২৪
অফিসে ছুটির আবেদন পত্র |
অফিস ছুটির আবেদনে কিছু পরামর্শ ;
কিছু কৌশল অবলম্বন করলে সহজে ছুটি পাওয়া যেতে পারে।
১। আবেদন করুন হাতে সময় রেখে;
অফিসে ছুটির আবেদন করুন হাতে সময় রেখে। কেননা প্রতিষ্ঠানে কাজের চাপ বা অন্য কোনো কর্মী ওই সময় ছুটিতে থাকলে আপনাকে ছুটি দেওয়া নাও হতে পারে। আপনি আপনার প্রয়োজনীয় সময়ের আগে আবেদন করলে আপনাকে অফিস এর বস ছুটির ব্যবস্থা করতে সময় পাবে।
২। কখন আবেদন করবেন;
যখন আপনার বসের মন ভাল থাকে তখন আবেদন করলে সহজে ছুটি পেয়ে যেতে পারেন। যখন বসের মন খারাপ, তখন দরখাস্ত দিলে ছুটি পাওয়ার সম্ভাবনা কম।
অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র
আবেদন পত্র :
তারিখ :
বরাবর
_________( যার কাছে আবেদন করবেন তার পদবি, যেমন,প্রধান শিক্ষক)
______এখানে তোমার প্রতিষ্ঠান বা কম্পানির নাম,
______এখানে তোমার প্রতিষ্ঠান বা কম্পানির নাম,
বিষয় : অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের ____ (আপনার পদের নাম, যেমন গনিত সহকারী শিক্ষক)।গত কয়েকদিন খুব অসুস্থ অনুভব করছি। ডক্টর আমাকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছে। তাই আপনার মাধ্যমে আগামী ০৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ছুটি প্রাথনা করছি।
অতএব, মহোদয় উক্ত বিষয় বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে জনাবের মর্জি হয়।
নিবেদক
আপনার নাম এখানে, ____ এবং পদবি
এখানে প্রতিষ্ঠানের নাম,
এখানে ঠিকানা দিবেন,
অফিসে ছুটির জন্য আবেদন পত্র english
Date:
Along
_________ (designation of the person to whom you apply, e.g., head teacher)
______ Here is the name of your company or company,
Subject: Vacation application at the office for illness.
Sir The best statement is that I ____ (the name of your position, such as a mathematical assistant teacher) in your organization. The doctor told me to rest for a few days. So I wish you a holiday from January 1st to January 5th.
I Therefore, sir, considering this matter, I am pleased to give Me a three day leave.
The petitioner,
Your name here,
____ and last name,
Here is the name of the organization,
Enter the address here,
অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র
আবেদন পত্র :
তারিখ :
বরাবর
_________( যার কাছে আবেদন করবেন তার পদবি, যেমন,প্রধান শিক্ষক)
______এখানে তোমার প্রতিষ্ঠান বা কম্পানির নাম,
______এখানে তোমার প্রতিষ্ঠান বা কম্পানির নাম,
বিষয় : অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের ____ (আপনার পদের নাম, যেমন গনিত সহকারী শিক্ষক)।গত কয়েকদিন খুব অসুস্থ থাকায় অফিসে উপস্থিত হতে পারি নি। তাই আপনার মাধ্যমে গত ০৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ছুটি প্রাথনা করছি।
অতএব, মহোদয় উক্ত বিষয় বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে জনাবের মর্জি হয়।
নিবেদক
আপনার নাম এখানে, ____ এবং পদবি
এখানে প্রতিষ্ঠানের নাম,
এখানে ঠিকানা দিবেন,
অনেক ভাই মিথ্যা কথা বলে ছুটি নিয়ে থাকেন এমনটা করা মটেও উচিত না। আল্লাহ আমাদের সবাইকে সত্য কথা বলার তাউফিক দান করুক। আমিন সবাই নিয়মিত নামাজ পড়বেন। আমরা সবাই বেহেশতে যেতে চাই, আর আমরা জানি নামাজ হচ্ছে বেহেশতের চাবি।
একটি ছোট রিমাইন্ডারঃ
আসুন আমরা
৩৩ বার সুবহানআল্লাহ
৩৩ বার আলহামদুলিল্লাহ্
৩৪ বার আল্লাহু আকবার পড়ি।
খুব উপকার হলো
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
কাজে লাগবে
nice
হল্পফুল পোস্ট