পর্ব ০৪ : ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা শিখতে আগ্রহী তারা সব সময় চাই ভালো  কিছু শিখতে। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটি স্পোকেন ইংলিশ কোর্স।

অনলাইনে ইংরেজি শেখার উপায়

এই কোর্সটিতে সম্পূর্ণ ফ্রিতে অংশ গ্রহন করতে পারবেন এবং মাসিক পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে বই জিতে নিতে পারেন। বিকল্প বিদ্যালয়ে প্রতি শুক্র ও সোমবার পর্ব আকারে স্পোকেন ইংলিশের লেসন গুলো প্রকাশিত হবে। আপনাকে শুধু নিজ দায়িত্বে পোস্ট গুলো পড়তে হবে। 

ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

বিবিসি জানালা
বিবিসি জানালার মাধ্যমে আপনি বাংলা ওয়েবসাইটের মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন। তাদের একটা কোর্স আছে ফ্রি কিন্তু অন্য সকল কোর্স টাকা দিয়ে করতে হবে। প্রতিটা কোর্স ১০০ টাকা। ৩ টা কোর্স ২৩০ টাকা।

বিকল্প বিদ্যালয়
বিকল্প বিদ্যালয়ে আপনি এখন ইংরেজি শিখছেন। আমরা সপ্তাহে ৩ টা ইংরেজি শেখার লেসন প্রকাশ করবো। আশা করি আমাদের সাথে থাকবেন।


ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় বাক্য

আজ শিখবো ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় বাক্য।চলুন শুরু করা যাকঃ 
১। I do.
= আমি করি।
২। I will do.
=আমি করবো।
৩। I did.
=আমি করেছিলাম।
৪। I eat.
=আমি খাই।
৫। I will eat.
=আমি খাব।
৬। I ate.
=  আমি খেয়েছিলাম।

আজ এই পর্যন্তই থাক। এই টুকু পড়ুন, শিখুন, প্রাকটিস করুন।  ইংরেজি জানলেই ইংরেজিতে কথা বলা যায় না। যথেষ্ট চর্চার প্রয়োজন।

দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ ❤️
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url