অনার্স বিজ্ঞান, ব্যবসা ও মানবিক শাখার বিষয় বা বিভাগ সমূহ
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আসেন।আমরাও আলহামদুলিল্লাহ্ ভালো আছি।এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীরা অনার্স বিষয় জানতে শুরু করে। অনার্সে কোনো বিষয় বা বিভাগ ভালো, অনার্সে কোন বিষয়ে বা কোন বিভাগে পড়ে ভবিশ্যতে ভালো চাকরি পাওয়া যায় ইত্যাদি। আমার মতে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা বুদ্ধিমানের কাজ। কারন, আগে থেকে অনার্স বিষয় সম্পর্কে ভালো ধারনা থাকলে ভবিষ্যতে আবার নতুন করে ভাবতে হয় না। অনেক শিক্ষার্থী অনার্স বিষয় বা বিভাগ সম্পর্কে না জেনে বুঝে ভর্তি হয় পরে দেখা যায় বিভিন্ন ভর্তি বাতিল করতে হয়। যাই হক জেনে নেই,
অনার্স বিজ্ঞান শাখার বিষয় সমুহঃ
নিচের বিষয় বা বিভাগ নিয়ে অনার্সে পড়তে চাইলে আপনাকে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ হতে পাশ করতে হবে। তবে ভূগোল ও পরিবেশ বিভাগে বিজ্ঞান ও মানবিক বিভাগের সবাই পড়তে পারেন।
- পদার্থবিজ্ঞান
- গনিত
- রসায়ন
- প্রান রসায়ন
- পরিসংখ্যান
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
- ভুগোল ও পরিবেশ পরিবেশ
- মনো বিজ্ঞান
- মৃত্তিকা বিজ্ঞান
- কম্পিউটার বিজ্ঞান
- গার্হস্থ্য অর্থনীতি ও অন্যান্য।
বর্তমান চাকরির বাজারে বিজ্ঞানের বিষয়গুলোতে অনার্স করা থাকলে তুলনামূলক এগিয়ে থাকবেন আশা করা যায়। বর্তমানে অনেক বেসরকারি প্রতিষ্ঠান ফ্যাক্টরিতে কাজের জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের খুঁজেন।
আপনার যা সার্চ করেছেনঃ
অনার্স ব্যবসায় শাখার বিষয় সমূহ,অনার্স সাবজেক্ট কি কি,কমার্স এ কি কি সাবজেক্ট আছে,অনার্সের বিষয় সমুহ
অনার্স ব্যবসা শাখার বিষয় সমুহঃ
নিচের বিষয় বা বিভাগ নিয়ে অনার্সে পড়তে চাইলে আপনাকে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান অথবা ব্যবসা শাখা বিভাগ হতে পাশ করতে হবে।
- হিসাববিজ্ঞান
- ফিন্যান্স ও ব্যাংকিং
- ব্যবস্থাপনা
- মার্কেটিং
ব্যবসা শাখায় পড়ে বর্তমানে আগের তুলনায় চাকরীতে অনেক সুযোগ বাড়ছে। কেননা বাংলাদেশ বর্তমান একটি উন্নয়নশীল দেশ। দিন দিন বাড়তে শিল্পপ্রতিষ্টানের সংখ্যা। আর প্রতিষ্ঠানের জন্য লাগছে অনেক জনবল। যেমন মার্কেটিং কর্মী, ব্যবস্থাপক ইত্যাদি।
আপনার যা সার্চ করেছেনঃ
অনার্স মানবিক শাখার বিষয় সমূহ,আর্টস এর,সাবজেক্ট কি কি,অনার্সের বিষয় সমুহ, অনার্স মানবিক বিভাগের বিষয়
Source : Freepik |
অনার্স মানবিক শাখার বিভাগ সমুহঃ
নিচের বিষয় বা বিভাগ নিয়ে অনার্সে পড়তে চাইলে আপনাকে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান অথবা মানবিক বিভাগ হতে পাশ করতে হবে।
- ইংরেজী
- অর্থনীতি,
- বাংলা,
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন,
- রাষ্ট্রবিজ্ঞান,
- লাইব্রেরি
- সাইন্স,
- সমাজকর্ম,
- সমাজবিজ্ঞান,
- ইতিহাস,
- আরবি ইশলামী ইতিহাস,
- বি.এড পলি সংস্কৃত ও অন্যান্য
বর্তমানে মানবিক বিভাগ নিয়ে পড়ে যদি বিসিএস পাশ করা যায় তাহলে অনেক ভালো চাকরি পাওয়া যায়। বিজ্ঞান ও ব্যবসা শাখার বিষয় নিয়ে পড়লে পড়াশোনার মাঝে চাকরি প্রস্তুতির সময় তেমন পাওয়া না গেলেও মানবিক শাখার সহজ বিষয় অনার্স করার সময় এ সুযোগ পাওয়া যায়। আর সুযোগ কাজে লাগাতে পারলেই সফল আপনি।
Source : Freepik |
অনার্স প্রোগ্রাম ও বিষয় সমূহঃ
বিএসসি অনার্সঃ ( Bachelor of Science)
নিচের বিষয় বা বিভাগ নিয়ে অনার্সে পড়তে চাইলে আপনাকে এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ হতে পাশ করতে হবে। তবে ভূগোল ও পরিবেশ বিভাগে বিজ্ঞান ও মানবিক বিভাগের সবাই পড়তে পারেন।
- পদার্থবিজ্ঞান
- গনিত
- রসায়ন
- প্রান রসায়ন
- পরিসংখ্যান
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
- ভুগোল ও পরিবেশ পরিবেশ বিজ্ঞান
- মনো বিজ্ঞান
- মৃত্তিকা বিজ্ঞান
- কম্পিউটার বিজ্ঞান
- গার্হস্থ্য অর্থনীতি ও অন্যান্য।
বর্তমান চাকরির বাজারে বিজ্ঞানের বিষয়গুলোতে অনার্স করা থাকলে তুলনামূলক এগিয়ে থাকবেন আশা করা যায়। বর্তমানে অনেক বেসরকারি প্রতিষ্ঠান ফ্যাক্টরিতে কাজের জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের খুঁজেন।
বিবিএ অনার্স ( bachelor of Bussness Administrative) অনার্সের বিষয় সমুহ
- ইংরেজী
- অর্থনীতি,
- বাংলা,
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন,
- রাষ্ট্রবিজ্ঞান,
- লাইব্রেরি
- সাইন্স,
- সমাজকর্ম,
- সমাজবিজ্ঞান,
- ইতিহাস,
- আরবি ইশলামী ইতিহাস,
- বি.এড পলি সংস্কৃত ও অন্যান্য
ব্যবসা শাখায় পড়ে বর্তমানে আগের তুলনায় চাকরীতে অনেক সুযোগ বাড়ছে। কেননা বাংলাদেশ বর্তমান একটি উন্নয়নশীল দেশ। দিন দিন বাড়তে শিল্পপ্রতিষ্টানের সংখ্যা। আর প্রতিষ্ঠানের জন্য লাগছে অনেক জনবল। যেমন মার্কেটিং কর্মী, ব্যবস্থাপক ইত্যাদি।
Source : Freepik |
বিবিএ অনার্সঃ Bachelor of Bussness Administrative
বিবিএ অনার্স বিষয় সমুহ
- হিসাববিজ্ঞান
- ফিন্যান্স ও ব্যাংকিং
- ব্যবস্থাপনা
- মার্কেটিং
বিএসএস অনার্সঃ Bachelor of social science
ইসালামি স্টাডিজ এর বিষয়সমুহ কি কি
জানা নেই আমার। ধন্যবাদ
আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০০২-০৩ সালের হিসাববিজ্ঞান বিভাগের সিলেবাসের pdf কপি দেওয়া যাবে, ধন্যবাদ
আমাদের সংগ্রহে নেই।
আমি ২য় বর্ষে ৩টা বিষয়ে ফেল ও ৩টা বিষয়ে D পেয়েছি। এখন আমি কয়টা বিষয়ে ইম্প্রুভমেন্ট দিতে পারব?
হ্যা। ইম্প্রুভ দিতে পারবেন।
I need 3 years honours mathematics syllabus
নিচের লিংকে গিয়ে ডাউনলোড করে নিন অনার্স ৩য় বর্ষ গনিত বিভাগের সেলেবাস।
⬇️Nu math Syllablus 3rd year
ধন্যবাদ জানানোর জন্য।
আমাদের সাথেই থাকুন।
ব্যাবসায় শিক্ষা থেকে এইচ এস সি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স এ কি ইসলামের ইতিহাস নিয়ে ভর্তি হওয়া যাবে?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স আপনি নিজের ইচ্ছামত বিষয়ে ভর্তি হতে পারবেন না।তবে আপনি ভর্তির সময় আপনার প্রিয় বিষয় লিস্ট দিবেন জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাকে আপনার রেজাল্ট অনুযায়ী বিষয় দিবেন।
আমার জানা মতে, ব্যাবসা শিক্ষা হতে অন্য বিভাগে যাওয়া যায় না।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স করা যায়?🙂
খুব জটিল প্রশ্ন।
হ্যা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করা যায়। তবে ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এই কোর্স বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
অনার্সে মানবিক বিভাগে ভর্তি হওয়ার জন্য কি কি সাবজেক্ট আছে
আমি ২০২০ সালে মানবিকশাখাথেকে এইচএসসি পাশ করছি। আমার ssc+hsc মোট পয়েন্ট= 7.86 আমি মানবিক শাখা থেকে অনার্সে কি বিষয় পাবো?
কি বিষয় পাবেন এটা আমি কিভাবে বলবো? এটা জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে।
ভর্তি পরীক্ষাকি হয় না? কিসের ভিত্তিতে চান্স পাওয়ার সুযোগ হয় ?
জিপিএর ভিত্তিতে চান্স পাওয়ার সুযোগ হয়।
hsc ভাই আমি মানবিক শাখায় পরেছি।।।এখন কি অন্য শাখায় পরতে পারব
বিশ্বিদ্যালয়ে
এ পড়ার ক্ষেত্রে, প্রতিদিন ক্লাস করতে হয়?
বিশ্বিদ্যালয়ে কি প্রতিদিন ক্লাস করা লাগে?
ক্লাস করবেন কিনা আপনার ব্যক্তিগত ইচ্ছা। ক্লাস না করে যদি বাসায় পড়ে নিতে পারেন তাহলে খারাপ কি?
ভাই,যদি ক্লাস না করি তাহলে কি পরিক্ষার রেজাল্টে কোনো ইমপেক্ট পরবে,অথবা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কোনো সমস্যা করবে
বিশ্ববিদ্যালয় এ প্রতিদিন ক্লাস না করলে মার্ক কাটবে? আমি জানতাম যে প্রতিদিন ক্লাস করতে হয় ৯ টা থেকে ৪ টা পর্যন্ত এটা কি সঠিক?আমি বিজ্ঞান নিয়ে পড়বো। তাহলে কি রোজ ক্লাস করতে হবে?
জি, ইনকোর্স ২০ নাম্বারের মধ্যে উপস্থিতির উপর সম্ভবত ৫ মার্ক থাকে।তবে খুব তাড়াতাড়ি ইনকোর্স বাতিল হতে যাচ্ছে।
কম্পিউটার বিজ্ঞান কি খুব কঠিন বিষয়.
মোটামুটি কঠিন। তবে চেষ্টা করলে ভালো করা সম্ভব।
অনার্স এ বিজ্ঞান বিভাগে কি কি সাবজেক্ট আছে। কোন কোন সাবজেক্ট গুলো সহজ?
পদার্থবিজ্ঞান গনিত রসায়ন প্রান রসায়ন পরিসংখ্যান উদ্ভিদবিদ্যা প্রাণিবিদ্যা ভুগোল ও পরিবেশ পরিবেশ বিজ্ঞান মনো বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান গার্হস্থ্য অর্থনীতি ও অন্যান্য।
প্রাণরসায়ন বা বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা কোন কোন কলেজে পড়ানো হয়? এই বিষয়টা কী স্নাতক প্রফেশনাল কোর্সের অধীনে? নাকি সাধারণ স্নাতক কোর্সের অধীনে এটা?
এ বিষয়ে আমার ধারনা নেই। তবে প্রাণরসায়ন এক ভালো সাবজেক্ট। ঢাকা তেজগাঁও কলেজে আছে।
বিশ্বিদ্যালয় এ বিজ্ঞান বিভাগের কি প্রতিদিন ক্লাস থাকে? রুটিন টা কেমন দয়া করে বলবেন?
হ্যা
রাজশাহী কলেজ এ কি৷ প্রতিদিন বিজ্ঞান বিভাগের ক্লাস থাকে।
রাজশাহী কলেজ এ কি বিজ্ঞান বিভাগের ক্লাস প্রতিদিন থাকে? রুয়েট এর ও কি ক্লাস থাকে।
আপনাদের ধন্যবাদ আমি আমার উওর পেয়ে গেছি
hsc ভাই আমি মানবিক শাখায় পরেছি।।।এখন কি অন্য শাখায় পরতে পারব
না
কবে থেকে ২০২০ এর শিক্ষার্থীদের আবেদন শুরু???
আমি মানবিক বিভাগের ছাত্র। আমি এইচএসসি তে চতুর্থ সাবজেক্ট হিসেবে মনোবিজ্ঞান নিয়ে পড়েছি। এইচএসসি পরীক্ষায় মনোবিজ্ঞান বিষয়েA- আসছে। এখন আমার খুব ইচ্ছা মনোবিজ্ঞান নিয়ে অনার্স করার। আমি কি করতে পারবো। প্লিজ জানালে উপকার হবে।
বিএসএস কি...?এবং...? কোন বিভাগের কোর্স সাইন্স,কমার্স,নাকি মানবিক এর প্লিজ জানাবেন আমার জানা নেই...!
আমি এসএসসি ও এইচএসসি তে ব্যবসায় শাখায় পড়াশোনা করেছি । এখন পরিবারের হাল ধরতে পাশাপাশি ছোট একটা চাকরি করি । এখন সমস্যা হচ্ছে অনার্সে ব্যবসায় শাখায় স্যাবজেক্ট নিলে নিয়মিত এক্টিভ ভাবে পড়াশোনা করা লাগে। কিন্তু আমি পড়াশোনার টাইম পাই কম। এখন আমি কোন স্যাবজেক্ট নিলে পাড়াশোনার পাশাপাশি চাকরিও করতে পারবো । একটু জানাবেন প্লিজ , ধন্যবাদ।
প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনি যেহুতু ব্যবসায় শাখায় পড়ছেন আপনার উচিৎ ঐ বিষয়ে বা বিভাগে ভর্তি হওয়া বিষয়টা আপনি ভালো পড়েন বা ভালো বুঝেন এবং সহজ মনে করেন। আশা করি বুঝতে পারছেন।
বিজ্ঞানের জন্য বিষয় ভালো হবে।জানালে ভালো হবে
আপনি যে বিষয় ভালো পারেন ওটা নিয়ে পড়া-ই আপনার জন্য ভালো হবে।
কম্পিউটার বিজ্ঞান কোন কলেজে আছে?
কম্পিউটারবিজ্ঞান বিষয় কোন কোন কলেজে পড়ানো হয়?
এই তথ্যটি বিকল্প বিদ্যালয়ের হাতে নেই। দুঃখিত বিষয়টির জন্য।
মানবিক শাখা থেকে ভূগোল ও পরিবেশ নিয়ে অনার্স করা যায়।
বিজ্ঞান ও মানবিক উভয় শাখা থেকেই ভূগোল ও পরিবেশ নিয়ে অনার্স করা যায়।
অনার্সে কী কোন ফার্মাসিস্টের কোর্স বা বিষয় আছে???
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ফার্মাসিস্ট কোর্স নেই আমার জানা মতে। প্রাইভেট বিশ্ব্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই কোর্স রয়েছে।
আমি ব্যাবসা শিক্ষা স্টুডেন্ট। অনার্স কী নিয়ে পড়ব ।কি করব ।।।একটু সলিউশন দেন
আপনি ঐ বিষয় নিয়ে পড়বেন যে বিষয় আপনি ভালো পারেন,পড়তে ভালো লাগে, যে বিষয় পড়লে আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় কাজে আসবে। আশা করি বুঝাতে পারছি।
বিকল্প বিদ্যালয়ের সাথে থেকে কমেন্ট করার জন্য ধন্যবাদ।
অনার্সে ব্যাবসায় শিক্ষা গ্রুপে কয়টি বই থাকে???
বিভাগ অনুযায়ী বই সংখ্যা ভিন্ন হয়ে থেকে। সাধারণত ৫-৭ টি বই থাকে।
বিকল্প বিদ্যালয়ের সাথে থেকে কমেন্ট করার জন্য ধন্যবাদ।
ঢাকা কমার্স কলেজে কি প্রফেশনাল অনার্সে ইংরেজি পড়া যায়?
জানা নেই।
আমি সাইন্সের কিন্তু কোন সাবজেক্ট নিলে ভালো হবে বলবেন প্লিজ কারন আমাকে পড়ালেখার পাশাপাশি জব করতে হয়
মানবিক এর একটা সাবজেক্ট নিলে চাকরির পাশাপাশি লেখাপড়া করা সহজ হবে।
প্রফেসনাল অনার্সের এটেন্ডেন্সের উপর নাম্বার দেয়?
আমি রাষ্টবিজ্ঞান নিয়ে অনার্স করতে চাই। এসএসসি ও এইচএসসি আমি ব্যবসায় শিক্ষা নিয়ে পরেছি। ব্যক্তিগত কারনে আমি এখন কঠিন কোন সাবজেক্ট নিতে পারব না।আমি প্রতিদিন ক্লাস করতে পারব না, আর রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমি কিছুই জানিনা। যতটুকু সম্ভব বাসায় পরে পরীক্ষা দিতে হবে। এখন আমি জানতে চাই যে ৪র্থ বছর পর্যন্ত এমন কোন বিষয় আছে যে আমাকে প্রাইভেট পড়তে হবে? কোন ইয়ারে কি কি বিষয় আছে আমাকে জানালে খুবই উপকৃত হব।
এইচএসসি ব্যবসা শিক্ষায় নিয়ে পড়ায় আপনাকে অনার্সে ব্যবসা শিক্ষার কোনো বিষয় নিয়ে পড়তে হবে।
মনোবিজ্ঞানে কি কি বিষয় থাকবে ভাই??
প্রিয় এডমিন
মানবিক এর ছাত্রের কি মনোবিজ্ঞান নিয়ে অনার্স করার কোন সুযোগ আছে।
আমি যতোটুকু জানি অনার্স কোর্স এ এটা বিজ্ঞান শাখার আওয়াতাভুক্ত।
তবে আশা রাখছি আপনি আমাকে দ্রুত যানাতে সক্ষম হবেন।
প্রিয় পাঠক,
আপনি প্রাথমিক আবেদনের সময় দেখতে পাবেন আপনার কোন বিষয়ে অনার্স করার সুযোগ আছে।
Bangladeshe national vercity gulote ki education science subject ta ace??
জানা নাই
Teacher hote chaile Kon bishoy porle vlo hoy
আপনি বিষয় ভালো পারেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ব্যাবসায় শাখায় হিসাব বিজ্ঞান ও ব্যাবস্থাপনা বই এর লিস্ট পাওয়া যাবে
একাদশ-দ্বাদশ শ্রেণিতে অর্থনীতি না থাকলে কি রাষ্টবিজ্ঞান এই অনার্স করা যায় না
বি এস সি অনার্স যারা করে,তারা কি নির্দিষ্ট একটি সাবজেক্ট (যেগুলো উপরে আপনি লিখে দিয়েছেন)) নিয়ে পড়তে হয়?
নাকি বি এস সি তে কোর্সে
সায়ন্সের সবগুলা বিষয় প্রতি বর্ষে পর্যায়ক্রমে পড়তে হয়?
আশা করছি,জানাবেন।
ব্যবসায় শিক্ষা শাখায় কি এই চারটা বিষয় নিয়েই অনার্স করা যায়?
অন্য কোনো সাবজেক্ট নিতে পারব না?
আমি এসএসসি তে মানবিক এবং এইচএসসি তে ব্যবসায় বিভাগ থেকে পরেছি,, এখন প্রশ্ন হলো,, আমি অনার্সে মানবিক এর কোনো বিষয় পাবো কি না সেটা জানতে চাই,, অগ্রিম ধন্যবাদ।।
ভাই আমি দুই বিভাগে বিজ্ঞান থেকে পাশ করছি আমি কি তাহলে মানবিক শাখার কোন সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারব যেমন মনে করুন অর্থনীতি ভূগোল রাষ্ট্র
বিজ্ঞান ইসলামের ইতিহাস
Zoology niye honours korle BCS, accounting niye korle jmn BBA bole. English niye honours korle kon group /ki bole??
অসাধারণ!
আমি মনোবিজ্ঞানে অনার্স করেছি, চাকুরির জন্য বিজ্ঞানে স্নাতক চায় যে পোস্ট গুলোতে আমি কি সেগুলোতে আবেদন করতে পারব।