পড়াশোনায় ভালো করার উপায় জানালেন হার্ভার্ডে চান্স পাওয়া রাবসা সিকদার

রাবসা সিকদার পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে। ক্লাসে তিনি সবসময় ফার্স্ট হতেন। চলতি বছরের ২৬ মার্চ হার্ভার্ডে চান্স পেয়েছেন গাজীপুরের কাপাসিয়ার এই মেয়ে।

বিকল্প বিদ্যালয়ের সাথে কথা বলে তিনি জানিয়েছেন কিভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো করবে।
তার বক্তব্য নিচে তুলে ধরা হলোঃ

পড়াশোনায় ভালো করার উপায়:

আমি বলব যে, সর্বদা অধ্যয়নের জন্য একটি ভাল এবং নিরব জায়গা খুঁজে পড়তে হবে (পোলার টেবিল-চেয়ার নির্ধারিত করে ওখনেই সব সময় পড়াশোনা করবে)। এছাড়াও, পড়া সময়মতো সম্পন্ন করবে. যাতে আপনাকে পরে চিন্তা করতে না হয়। যেটা আজকের পড়া সেটা আজকে শেষ করে ফেলো ..বাড়ির কাজ প্রতিদিনের টা প্রতিদিন সম্পূর্ণ করে ফেলো। এছাড়াও, তোমার জন্য একটি রুটিন তৈরি করো যদি তোমার কাছে বড় পরীক্ষা / প্রকল্প আসে তবে .. যেমন আমি আজ এই অংশটি শেষ করব এবং আগামীকাল এই অংশটি শেষ করব .. অবশেষে, আপনি যা চান তেমন কিছু না ঘটলে ভেঙে পড়বেন না .. এর পরে আরও ভাল কিছু হবে! 😊
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url