লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় ও বৈশিষ্ট্য

লাহোর প্রস্তাব

লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় ও বৈশিষ্ট্য

ভূমিকাঃ ১৯৪০ খ্রীস্টাব্দের ২৩ মার্চ নিখিল ভারত মুসলিম লীগ। অধিবেশনে অবিভক্ত বাংলার মূখ্যমন্তী শেরেবাংলা এ.কে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।২৪ মার্চ এ প্রস্তাব অনুমোদন পায়। 


লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় ঃ

  • ভৌগলিক দিক দিয়ে সংলগ্ন এলাকাগুুুলোকে পৃথক রাষ্ট্র  বলে গন্য  করতে হবে।
  •  ভারতের উত্তর - পশ্চিম এ সংখ্যালঘু মুসলিমদের একাধিক রাষ্ট  গঠন করতে হবে।
  •  এসব স্বাধীন রাষ্ট্র হবে স্বাধীন ও সার্বভৌম।
  • সংখ্যালঘু দের সার্থ রক্ষার সার্বিক ব্যাবস্থা সংবিধানে থাকতে হবে।
  • দেশের যে কোনো ভবিষ্যৎ  শাসনতান্তিক পরিকল্পনায় উক্ত বিষয় গুলো মৌলিক নীতি হিসেবে গ্রহন করতে হবে।

১৯৪০ সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url