একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৪ : এবার নতুন নিয়মে

এই পোস্টে একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম ২০২০ ও একাদশ শ্রেণির ভর্তি কবে শুরু, একাদশ শ্রেণির ভর্তি আবেদন করার নিয়ম কলেজে ভর্তি আবেদন শেষ কবে?একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০২০-২১
কলেজ ভর্তি ২০২৪

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০২৪-২৫

একাদশ শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার কেবল অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ভর্তির এ নীতিমালা চূড়ান্ত করা হয়। 

একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম ২০২৪

এবার একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন এবার শুধু অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধার ৫ শতাংশ  কোটা ছাড়া এবার অন্য কোটা থাকছে না। 

তবে প্রতিবন্ধী, বিকেএসপির শিক্ষার্থী, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অসামান্য পারফরম্যান্স (পুরস্কারপ্রাপ্ত) থাকা শিক্ষার্থী এবং প্রবাসীর সন্তানদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তবে এ সুবিধা পেতে তাদের সনাতন (ম্যানুয়ালি) পদ্ধতিতে সরাসরি শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে।

একাদশ শ্রেণির ভর্তি কবে শুরু

আগামী ১০ মে থেকে ভর্তির আবেদন নেওয়া শুরু হবে। 

কলেজে ভর্তি আবেদন শেষ কবে?

একাদশ শ্রেণীর ভর্তি  আবেদন শেষ হবে ২৫ জুন।

একাদশ শ্রেণির ভর্তি আবেদন করার নিয়ম

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url