এইচএসসি ২০২৪ পাশের নিয়ম | Hsc পাশের নিয়ম ২০২৪

এইচএসসি ২০২২ পাশের নিয়ম  hsc পাশের নিয়ম ২০২২ বাংলা ১ম পত্র পাশ মার্ক বাংলা ২য় পত্র পাশ মার্ক ইংরেজি ১ম ও ২য় পত্র পাশ মার্ক Ict পাশ মার্ক
এইচএসসি পরীক্ষার আগে,অনেক ছাত্রছাত্রী এই প্রশ্নটা করে, আচ্ছা hsc পাশের নিয়ম কি?
তাদের জন্য আমার এই পোস্ট। আশা করি শেষ পর্যন্ত পড়বেন।

এইচএসসি ২০২৪ পাশের নিয়ম 


মৌলিক বিষয় গুলোঃ

বাংলা ১ম পত্র পাশ মার্ক : 

লিখিত অংশে ২৩ আর mcq তে ১০ পেলে পাশ।

বাংলা ২য় পত্র পাশ মার্ক ঃ 

৩৩ পেলেই পাশ।

ইংরেজি ১ম ও ২য় পত্র পাশ মার্ক ঃ

২টা মিলে ৬৬ পেলেই পাশ।

Ict পাশ মার্কঃ 

লিখিত ১৭ আর mcq ৮ পেলে পাশ।

বিজ্ঞান বিভাগের বিষয় সমূহ 

সৃজনশীল অংশঃ ১ম পত্র ও ২য় পত্র মিলে ৩৩ মার্ক পেলেই পাশ। Mcq অংশঃ
১ম পত্র ও ২য় পত্র মিলে ১৬ পেলেই পাশ।

ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয় সমূহ 

সৃজনশীল অংশঃ
১ম পত্র ও ২য় পত্র মিলে ৪৬ মার্ক পেলেই পাশ।
Mcq অংশঃ
১ম পত্র ও ২য় পত্র মিলে ২০ পেলেই পাশ।

মানবিক বিভাগের বিষয় সমূহ 

সৃজনশীল অংশঃ
১ম পত্র ও ২য় পত্র মিলে ৪৬ মার্ক পেলেই পাশ।
Mcq অংশঃ
১ম পত্র ও ২য় পত্র মিলে ২০ পেলেই পাশ।

Hsc পাশের নিয়ম ২০২৪

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 যেকোনো বিভাগের শিক্ষার্থী হিসেবেই তুমি পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে।