জেনে নিন বিসিএস ক্যাডার কয়টি ও ক্যাডার তালিকা

বর্তমান বিসিএস ক্যাডার সংখ্যা কত বিসিএস ক্যাডার কয়টি, বর্তমানে বিসিএস ক্যাডার সংখ্যা কয়টি বিসিএস ক্যাডার তালিকা বিসিএস ক্যাডার পদক্রম বর্তমান বিসিএস ক্যাডার সংখ্যা কত বিসিএস টেকনিক্যাল ক্যাডার  বিসিএস পরীক্ষা  বি সি এস ক্যাডার কত প্রকার বি সি এস ক্যাডার তালিকা bcs cadre list
বিসিএস ক্যাডার তালিকা

বিসিএস ক্যাডার কয়টি 

কিছুদিন হলো বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। আজ বিকল্প বিদ্যালয় আলোচনা করবে বিসিএস ক্যাডার সংখ্যা নিয়ে। চলুন জেনে নেয়া যাক।

Bcs cadre list 

বিসিএস ক্যাডার সংখ্যা ২০১৮ সালের ১৩ নভেম্বর পিএসসির সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে গেজেট প্রকাশ করে। ফলে বিসিএস
ক্যাডারের সংখ্যা ২৭টি থেকে কমে ২৬টি হয়।

 বিসিএস ক্যাডার তালিকা 

১৫ টি সাধারণ ও ১২ টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৭ টি ক্যাডার রয়েছে। 
সাধারণ ক্যাডার
1. বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
2. বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
3. বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
4. বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
5. বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
6. বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
7. বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
8. বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
9. বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
10. বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
11. বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
12. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
13. বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
14. বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
15. বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক)

প্রফেশনাল ক্যাডার
1. বিসিএস (সড়ক ও জনপথ)
2. বিসিএস (গণপূর্ত)
3. বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)
4. বিসিএস (বন)
5. বিসিএস (স্বাস্থ্য)
6. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
7. বিসিএস (পশুসম্পদ)
8. বিসিএস (মৎস্য)
9. বিসিএস (পরিসংখ্যান)
10. বিসিএস (কারিগরি শিক্ষা)
11. বিসিএস (কৃষি)
12. বিসিএস (সাধারণ শিক্ষা)
তথ্য সূত্রঃ উইকিপিডিয়া
বিসিএস বা চাকরি নিয়ে আরো পোস্ট পেতে বিকল্প বিদ্যালয়ে নিয়মিত ভিজিট করুন।
Next Post Previous Post
1 Comments
  • Admin
    Admin ১৩ জুলাই, ২০২২ এ ৭:৩৭ AM

    Nice information

Add Comment
comment url

 যেকোনো বিভাগের শিক্ষার্থী হিসেবেই তুমি পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে।