অনার্স ১ম বর্ষ পরীক্ষা কবে হবে ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স
ছবিঃ অনার্স প্রথম বর্ষ
যারা অনার্স ১ম বর্ষে আছেন তাদের হাতে সময় খুব নেই বললেই চলে ।
(সব মিলিয়ে এটা একটা প্রশ্ন-উওর পোস্ট)
(আশা করি শেষ পর্যন্ত পড়বেন)

প্রশ্নঃ অনার্স ১ম বর্ষ পরীক্ষা কবে হবে?

উত্তরঃ সাধারনত অনার্সের ফর্ম ফিলাপের ১/২ মাস পরেই পরীক্ষা শুরু হয় । এবার আগস্টের ১
তারিখ শুরু হবে বলে  রুটিন প্রকাশ হয়েছে।
(রুটিন/কোনো প্রকার পরিবর্তন হলে নোটিশ দিলে জানিয়ে দেওয়া হবে)
প্রশ্নঃ অনার্সে ভালো সাজেশন কোনটা ?
উত্তরঃ আসলে সাজেশন তো ভাইয়া নিজের কাছে। প্রতিনিয়ত ক্লাস করে আর সেই পড়া বাসায় এসে পড়লেই যথেষ্ট । Baticrom আমার কাছে ভালো মনে হয়। ব্যতিক্রম দেখতে পারেন।
প্রশ্নঃ অনার্সে  কিভাবে পড়াশোনা করলে ফাস্ট ক্লাস পাওয়া যায়?
উত্তরঃ একটা রুটিন বানান সারাদিনের জন্য। কোন কাজ কখন করবেন এবং আর একটা রুটিন বানান পড়াশোনার জন্য । কোন সময়ে কোন বিষয় পড়বেন। তবে প্রতিদিন রাতে ২ ঘন্টা করে  পড়বেন। আর নিয়মিত নামাজ আদায় করবেন।  ম্যাথ ও মুখস্ত রাখার বিষয় গুলো পড়বেন সকালে।  সব বিষয় পড়ার চেষ্টা করবেন প্রতিদিন ।
প্রশ্নঃ একটা ভালো গাইডলাইন /সাজেশন

দেন যেন ফার্স্ট ক্লাস পাই।

উত্তরঃ ভাইয়া ফার্স্ট ক্লাস পাওয়া সহজ নয় । এরজন্য পরিশ্রম করতে হবে, পড়তে হবে, ভালো পরীক্ষা দিতে হবে তাহলেই কাঙ্খিত ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। কষ্ট করলে কেষ্টো মেলে।
প্রশ্নঃ অনার্সে সীট কীভাবে পরবে..মানে রেজিঃ অনুযায়ী নাকি অন্য কোনো ফরম্যাটে?
উত্তরঃ রেজিষ্ট্রেশন নম্বর অনুযায়ী সিট বসবে । আপনার পাশে আপনার ক্লাসমেট পেতে পারেন যদি কপাল ভালো থাকে  ।
প্রশ্নঃ অনার্স ১ম বর্ষ রেজাল্ট কখন দিবে?
উত্তরঃ পরীক্ষা শেষে ৯০ দিন পর রেজাল্ট দিবে । হয়তো আরো কিছুদিন পর রেজাল্ট দিতে পারে ।
প্রশ্নঃ ফার্স্ট ক্লাস পাবো তো?
উত্তরঃ অবশ্যই! আপনিই পাবেন । ১ম বর্ষ খুব সহজ । সবার ১ম বর্ষে ফলাফল ভালো থাকে, শুধু পড়তে হবে এবং একটু কৌশল অবলম্বন করতে হবে । আপনি কতটুকু জানেন তা পরীক্ষার খাতায় সুন্দর ভাবে উপস্থাপন করবেন । তাহলে দেখবেন আপনার রেজাল্ট ভালো হবে ।
প্রশ্নঃ যদি অনার্সে ফেইল আসে তাহলে কি কোনো সমস্যা হবে..?
উত্তরঃ না! আপনাকে ২য় বর্ষে Promote হবার জন্য কমপক্ষে ৩ বিষয়ে Pass করতে হবে।
প্রশ্নঃ কত বিষয়ে পাশ করলে ২য় বর্ষে প্রমোটেড হওয়া যাবে..?
উত্তরঃ সর্বোনিম্ন ৩ বিষয়ে Pass করতে হবে।
প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন আউট হয়?
উত্তরঃ ভাইয়া এখন মাধ্যমিক/উচ্চ মাধ্যমিকের  Question আউট হয় না, আর অনার্সে তো প্রশ্নই আসে না। এসবে কোনো গুজবে কান দিবেন না।
সর্বোপরি বলতে চায় আপনি ভালোভাবে লেখাপড়া করুন । আপনিই ভালো রেজাল্ট করবেন। অনার্সে পড়তে হয় না + গরুর মতো পড়তে হয় এইসব ভুল কথা । কিছু টেকনিক + অল্প (প্রতিদিন ১-২ ঘন্টা এবং পরীক্ষার ১ মাস আগে বেশি বেশি পড়া) পড়লেই যথেষ্ট।

প্রশ্নঃ পরীক্ষা শেষ হবার কতদিন পর ২য় বর্ষের ক্লাস শুরু হয়?
উত্তরঃ আসলে একেক College এ একেক নিয়ম । কোনো কলেজে আগে শুরু হয় আবার কোনো কলেজে পরে শুরু হয় । তবে প্রায় ১ মাস ছুটি দেয় / January ১ তারিখ থেকে class শুরু হয় ।
প্রশ্নঃ অনার্সে পরীক্ষায় কিভাবে লিখবো?

/ অনার্সে পরীক্ষায় কিভাবে বেশি মার্কস পাবো?

উত্তরঃ প্রথমে 'ক-বিভাগ' এর প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে । ক বিভাগ খুব ইফেক্ট ফেলে খ ও গ প্রশ্নের উত্তেরর প্রতি। এরপর খ-বিভাগ অতঃপর গ বিভাগ ।
ক- বিভাগের জন্য এক লাইন/সংজ্ঞা যথেষ্ট।
খ-বিভাগের জন্য এক পৃষ্ঠা থেকে দেড় পৃষ্ঠা যথেষ্ট।
গ-বিভাগের জন্য ৪/৫ পৃষ্ঠা + লিখার চেষ্টা করবেন ।
হাতের লিখা সুন্দর করবেন । সুন্দর করে লিখবেন। তাহলে মার্কস ভালো পাবেন ।
'খ' ও 'গ' বিভাগের উত্তরগুলো এভারেজ লিখবেন । প্রতিটি প্রশ্নের উত্তর এক সমান লিখবেন । একটা প্রশ্ন ৫ পেজ আরেকটা প্রশ্ন ৩ পেজ, এভাবে লিখবেন না । সবগুলো এক সমান পেজ লিখবেন।

প্রশঃ ৪ ঘন্টা?? কি লিখবো এতো???

উত্তরঃ৪ ঘন্টা?? এত সময় কি লিখবো??
ভাইয়া থামেন! যদি কমন পরে তাহলে ৪ ঘন্টা কোনদিক দিয়ে চলে যাবে বুজতেই পারবেন না। অনেক Enjoy হবে। শেষের ৩০ Minute আগে বুঝতে পারবেন । আর যদি কমন না পরে তাহলে 4 ঘন্টা বোরিং লাগবে । ৪ ঘন্টা অনেক সময় তবে অনেক কম সময় । যে যেভাবে নিতে পারে সময় । সুতরাং, ৪ ঘন্টা ইনজয় করুন।

প্রশ্নঃ অনার্স ১ম বর্ষ ইংরেজী বিভাগের জন্য কোন সাজেশন ভালো হবে ?

উত্তরঃ ব্যাতিক্রম সাজেশনটা ভালো হবে।

প্রশ্নঃ বোটানি ডিপার্টমেন্টেে  অনার্স প্রথম বর্ষের রসায়ন বিষয়ে ভাল করার জন্য কি কি করব?

উত্তরঃ বিগত বছরের রসায়ন প্রশ্ন গুলো সমাধান করলে আর পড়লেই অনেকটা হয়ে যাবে।

প্রশ্নঃ অর্নাস প্রথম বর্ষের পরীক্ষা কবে হতে পারে?

উত্তরঃ অনার্স ১ম বর্ষ ১৮-১৯ সেশনের ফাইনাল এক্সাম আগস্ট/সেপ্টেম্বর মাসে হতে পারে, সেপ্টেম্বর মাসে হওয়ার সম্ভাবনা 9০% । ২০১৮ সালে সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল।

প্রশ্নঃ অনার্স ১ম বর্ষ গণিত বিভাগের জন্য ব্যতিক্রম সাজেশন্স এর শুধু ৯৯% গুলো পড়লে হবে নাকি ২০১০-২০১৭ এর প্রশ্ন সবগুলো পড়তে হবে। 

উত্তরঃ সব পড়াই উত্তম ভালো রেজাল্ট এর জন্য।

প্রশ্নঃ অনার্স ১ম বর্ষের গণিত
বিভাগের একজন পরীক্ষার্থী ।সমস্যা থাকায়
নিয়মিত ক্লাশ করে নাই এবং বাড়িতেও তেমন
একটা পড়াশোনা হয়নাই । সুতরাং আর কয়েক
মাস পর পরিক্ষা। এই কয়দিন কীভাবে পড়বে এবং
কোন কোন প্রশ্ন পড়বে?

উত্তরঃ এই কয়দিনে অনেক কিছুই পড়তে পারেন ,, যেই সমস্ত চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন আসে এরকম সব চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবেন। আর অবশ্যই বোর্ড প্রশ্ন পড়বেন , (২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত)

(জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে 
আরো কিছু প্রশ্ন ও উওর)

প্রশ্নঃ  আমি ডিগ্রিতে ভর্তি আছি একটি সরকারি কলেজে। আমি যদি অনার্সে আবেদন করি তাহলে কি কোন সমস্যা হবে ?

উওরঃ আবেদন করলে কোন সমস্যা হবে না।কিন্তু অনার্সে চান্স হলে অনার্সে ভর্তির আগে অবশ্যই ডিগ্রি ভর্তি বাতিল করতে হবে।

প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে পদার্থ অথবা রসায়ন নিয়া পড়তে Ssc এবং Hsc মিলিয়ে কত পয়েন্ট থাকা লাগবে?

উত্তরঃ প্রথমত এটি কলেজের উপর নির্ভর করে চান্স পেতে হবে। তবে মোট 8.০০+ পয়েন্ট থাকলে সুযোগ হয়ে যেতে পারে।

প্রশ্নঃ যারা এই ২০১৯ এ এইচ এস সি এক্সাম দিলো তাদের অনার্সে ভর্তির জন্যে কলেজের চয়েস লিস্ট কবে দিতে হবে? 

উত্তরঃ আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বর এর প্রথম সপ্তাহে ।।।বিগত বছরের হিসাব অনুযায়ী ।।।কারন বিগত বছরে 1st September theke apply start hoicilo.....


প্রশ্নঃ ভূগোল ও পরিবেশ নিয়ে অনার্স করলে কি কি জব করা যাবে ? ব্যাংক জব বিসিএস পরিক্ষা দেওয়া যায় কি?

উত্তরঃ ভূগোলে ও পরিবেশ পড়া শেষ করার পর অনেক চাকরীীর সুযোগ আছে। অন্যান্য সব বিষয় এর মত ব্যাংক, বিসিএস  ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী এবং নিজ সেক্টরে একজন ভূগোলবিদ হিসেবে  ১টা ভালো মানের চাকরি নিতে পারবেন। সে ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান  হতে পারে সবার প্রথম পছন্দ। এ ছাড়া যেসব এনজিও,  জলবায়ু এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করে, তারাও ১জন মেধাবী জিওগ্রাফারকে খুব সম্মানজনক বেতনে চাকরী দিয়ে থাকে।দেশের বাইরেও ভাল চাকরিি পেতে পারেন।
জাতিসংঘে চাকরির করার  পাশাপাশি চাকরি হতে পারে পারে মহাকাশ গবেষণা সংস্থা নাসাতেও।

প্রশ্নঃ বাংলা নিয়ে অনার্স করলে কি কি জব চাকরী পাওয়া যায়?

উত্তরঃ যা পড়ানো হয় : বাংলা বিভাগে বাংলা সাহিত্যে ইতিহাস ও বিভিন্ন উপন্যাস এবং বড় বড় কবিদের বিখ্যাত কবিতা আর বড় বড় সাহিত্যিকদের বিভিন্ন গদ্য । তাছাড়া ফাউন্ডেশন কোর্স হিসেবে এই বিভাগের স্টটুডেন্ট রা ইংরেজি ও বাংলা এই দু‘টো বিষয় ভাষা হিসেবে পড়ে থাকে। . উচ্চ শিক্ষা : বাংলাদেশের বিভিন্ন Public বিশ্ববিদ্যালয়গু
লো থেকে Master Degree অর্জনের পর এমফিল ও PHD ডিগ্রি অর্জন করা যায়। এছাড়া ভারতসহ অন্যান্য কিছু দেশে এ বিষয়ের উপর উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে। . চাকুরির সুবিধা : এই বিভাগ থেকে উত্তীর্ণ হবার পর শিক্ষার্থীরা সাধারণত BCS-এর মাধ্যমে সরকারি চাকুরিতে যোগদান করে। এছাড়াও কলেজ, বিশ্ববিদ্যালয়,  স্কুলের শিক্ষক হিসেবে ও বিভিন্ন প্রাইভেট ফার্ম আর ব্যবসা-বাণিজ্য ও অন্যোন্য চাকরি পেতে পারে।
Next Post Previous Post
8 Comments
  • Unknown
    Unknown ২৬ জুন, ২০১৯ এ ৮:১১ PM

    ভাই আমি হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র আমি যদি৯৯% গুলোপরি তবে কমন পাব কি পরীক্ষায়

    • Administrative
      Administrative ১ জুলাই, ২০১৯ এ ৭:৪৯ PM

      এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

  • FijaFija
    FijaFija ৩০ ডিসেম্বর, ২০২০ এ ৭:৫২ PM

    honurse final year a subject a F asle ki porer year a pass kore honurse er certificate asbe na

    • Administrative
      Administrative ৩০ ডিসেম্বর, ২০২০ এ ১০:০১ PM

      porer year e pass korle honours certificate asbe.

  • Unknown
    Unknown ৫ ফেব্রুয়ারী, ২০২১ এ ৯:৫৭ AM

    ami degree 1st year a pori sorkari clg a ami ki honours 1st year ar forom filap ar age ki honours 1st year a vorti hote parbo ki?

    • Administrative
      Administrative ৫ ফেব্রুয়ারী, ২০২১ এ ১১:৪৭ AM

      Honours e vorti hote degree vorti batil korte hobe

  • Unknown
    Unknown ২৭ জুলাই, ২০২১ এ ১২:৫৩ AM

    আমি অনার্স ২য় বর্ষে এক সাবজেক্টে ফেইল করি, কিন্তু ২য় বর্ষের ফলাফল ভুল বশত চেক না করার কারনে আর রিটেইক/ইমপ্রুভমেন্ট দেয়া হয় নাই, এখন ৩য় বষ এবং ৪র্থ বর্ষ পরীক্ষা দিয়ে পাশ করার পর সিজিপিএ আসে নাই, ২য় বর্ষের এক সাবজেক্টে ফেইল থাকার জন্য, এখন আমার করনীয় কি??

    • Administrative
      Administrative ২৭ জুলাই, ২০২১ এ ৮:০০ PM

      আপনার করণীয় হচ্ছে দ্রুত কলেজে যোগাযোগ করা।

Add Comment
comment url