ঢাবি অধিভুক্ত সাত কলেজ সাবজেক্ট চয়েজ খুঁটিনাটি ২০২৪

আশা করি পোস্টটি পড়লে সাবজেক্ট চয়েজ সম্পর্কিত যাবতীয় দ্বিধা দূর হবে ইনশাআল্লাহ। 

ঢাবি অধিভুক্ত সাত কলেজ সাবজেক্ট চয়েজ

ইউনিট প্রসঙ্গে সাত কলেজের সাবজেক্ট চয়েজ (২০২০-২১) সেশন। সাবজেক্ট চয়েজ শুরু হলেই অনেকেই না বুঝতে পেরে ভুল করে ফেলে। আগে বুঝতে হবে ভালো ভাবে তারপর চয়েজ দিতে হবে। ছেলে শিক্ষার্থী হলে ৫টি কলেজ, মেয়ে শিক্ষার্থী হলে ৬টি কলেজের নিজ নিজ ইউনিটের সকল সাবজেক্ট চয়েজ দিতে পারবে। ★নোটিশ অনুযায়ী ভর্তি যোগ্যতা মানে পাস করা মোটামুটি সবাই সাবজেক্ট পাওয়ার যোগ্যতা রাখে,ইউনিট পরিবর্তন এর সাবজেক্ট চয়েজ দিয়ে আর্টস ও কমার্স এর সাবজেক্ট মিলিয়ে পাবে এরা,এর জন্য পরবর্তীতে নোটিশ দিবে। এখন ৮৫০০ পর্যন্ত বিজ্ঞান ইউনিটের সাবজেক্ট পাবে আশা করি বাকি যারা তাদের মধ্যে ৩ ইউনিট এর সাবজেক্ট এর যে কোনোটা পাবে। 

du 7 college subject choice 

প্রশ্ন : ভাইয়া কলেজ সাবজেক্ট কিভাবে চয়েস দিব? উত্তর : প্রথমে তোমার মেরিট অনুযায়ী ঠিক করতে হবে কলেজ কে প্রাধান্য দিবে নাকী সাবজেক্ট কে । যদি তুমি কলেজ কে প্রাধান্য দেও তাহলে সেই কলেজ এর সাবজেক্ট গুলো আগে দিবা। যেমন তোমার ইচ্ছা ঢাকা কলেজ এ যেকোনো সাবজেক্ট পাইলে পড়বা। তাহলে সাবজেক্ট আবেদন এই ভাবে করবা..... 
1 ঢাকা কলেজ > পদার্থবিজ্ঞান 2 ঢাকা কলেজ > রসায়ন 3 ঢাকা কলেজ > গনিত এভাবে ধারাবাহিক ভাবে যেই যেই কলেজ এর ইচ্ছুক যে যে সাবজেক্ট এ পড়তে ইচ্ছুক সেগুলো প্রথমে সব চয়েস করবা। যদি সাবজেক্ট কে প্রাধান্য দেও তাহলে তুমি যে সাবজেক্ট এ পড়তে ইচ্ছুক সেই সাবজেক্ট আগে সব কলেজে প্রথমে চয়েস দিবা।এর পর বাকি সাবজেক্ট দিবা,যদি তোমার পছেন্দর সাবজেক্ট পদার্থবিজ্ঞান হয় তাহলে এভাবে আবেদন করবা। 1 ঢাকা কলেজ > পদার্থবিজ্ঞান 2 তিতুমীর কলেজ > পদার্থবিজ্ঞান 3 বাংলা কলেজ > পদার্থবিজ্ঞান 4 সোহরাওয়াদীর্ কলেজ> পদার্থবিজ্ঞান 5 কবি নজরুল কলেজ > পদার্থবিজ্ঞান ,ইত্যাদি 

মিক্সড চয়েজ দেওয়া যাবে, অর্থাৎ (১ম ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান দিয়ে ২য় তে তিতুমীর এর পদার্থবিজ্ঞান দিতে পারবেন, এর পর ৩য় তে আবার ঢাকা কলেজের রসায়ন বা যে কোনো সাবজেক্ট দিতে পারবেন) আবার চাইলে( ১ম ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান দিয়ে ২য় তে তিতুমীর এর রসায়ন দিতে পারবেন, এর পর ৩য় তে আবার ঢাকা কলেজের মনোবিজ্ঞান বা যে কোনো সাবজেক্ট দিতে পারবেন) 

ঢাকা কলেজে পদার্থবিজ্ঞান সাবজেক্ট চয়েজ দেওয়া হলেই তিতুমীর বা অন্য কলেজের পদার্থবিজ্ঞান চয়েস দেওয়া হয়ে যাবে না। একই সাবজেক্ট প্রতি কলেজের জন্য আলাদা ভাবে দিতে হবে। যেমন, (১ম তিতুমীর পদার্থবিজ্ঞান, ২য় ঢাকা কলেজ পদার্থবিজ্ঞান, ৩য় ইডেন কলেজ ,পদার্থবিজ্ঞান ৪র্থ কবি নজরুল পদার্থবিজ্ঞান, এভাবে আলাদা দিতে হবে। 

প্রার্থী যে সকল কলেজ ও বিষয়ে পছন্দক্রম দেওয়ার যোগ্যতা রাখেন সেই গুলো তালিকায় প্রদর্শিত হবে। প্রার্থীর তালিকায় উল্লেখিত সবগুলো কলেজ ও বিষয় পছন্দক্রম হিসাবে নির্বাচন করতে পারবেন কমপক্ষে কতটি সাবজেক্ট চয়েজ দিতে হবে তা চয়েস শুরু হলে জানা যাবে,প্রার্থী শুধু চয়েস অনুযায়ী সাবজেক্ট ও কলেজ সিরিয়াল করে চয়েস লিস্ট সাজাবে। প্রদর্শিত কলেজ ও বিষয়ের পাশে আপনার পছন্দক্রম অনুসারে "CHOICE NO." নির্বাচন করুন এবং ADD বাটন ক্লিক করুন । এভাবে পর্যায়ক্রমে যে সকল কলেজ ও বিষয় নির্বাচন করবেন সে গুলোর Choice No. - এর ক্রম আপনার কলেজ ও বিষয়ের পছন্দক্রম বলে বিবেচিত হবে । কলেজ ও বিষয় নির্বাচন করা শেষ হয়ে গেলে অবশ্যই "SAVE CHOICE LIST" বাটনে ক্লিক করতে হবে। অন্যথায় আপনার পছন্দক্রম ডাটাবেস - এ সংরক্ষিত (SAVE) হবে না। কলেজ ও বিষয় পছন্দক্রম সফলভাবে সংরক্ষিত (SAVE) হলে "PRINT CHOICE LIST" বাটনটি দেখা যাবে। "PRINT CHOICE LIST" বাটনে ক্লিক করে আপনি আপনার Choice List টি প্রিন্ট করে নিতে পারবেন। ওয়েবসাইটে কলেজ ও বিষয় একবার নির্বাচনের পর তা বাতিল করা যাবে না । অতএব, সঠিকভাবে চিন্তা ভাবনার পর আপনার পছন্দক্রম নির্বাচন করুন । প্রার্থীর কলেজ ও বিষয় নির্ধারণ প্রার্থীর প্রদত্ত পছন্দক্রমের উপর সম্পূর্ণ ভাবে নির্ভরশীল। প্রার্থী প্রদত্ত পছন্দক্রম অনুযায়ী মেধাক্রম অনুসারে প্রার্থীর চূড়ান্ত কলেজ ও বিষয় নির্ধারিত হবে। 

প্রাথমিক ভাবে নিজ নিজ ইউনিটের সাবজেক্ট চয়েজ না দিলে পরবর্তীকালে আর কোনো সুযোগ থাকবে না। ইউনিট পরিবর্তন ইউনিটেও চয়েজ দিতে পারবে না যদি প্রাথমিক সাবজেক্ট চয়েজ না দিয়ে থাকে নিজ ইউনিটে। 

কারো কাছেই A.ID ও A.Number দিবেন না বা রেজাল্টের ছবি দিবেন না যাতে A.ID ও A.Number আছে। এতে কেউ ঢুকে ইচ্ছে মত ভুলভাল সাবজেক্ট চয়েজ দিয়ে দিতে পারে। 

কেউ কিছু বললেই সেটা না করে আগে যাচাই বাছাই করে নিন। ★ যারা মেরিট লিস্টের শেষের দিকে ৭০০০+ এর মধ্যে থেকেও ভাল সাবজেক্ট নিয়ে পড়তে চান ১ম মেরিট লিস্ট আশা করেন তারা সাধারণত একটু নরমাল কলেজগুলোতে পছন্দের সাবজেক্ট প্রথমে দিবেন। (যেমন, বদরুন্নেছা/ বাঙলা কলেজ+ ১ম পছন্দের সাবজেক্ট আবার কবি নজরল/ সোহরাওয়ার্দী কলেজ+১য় পছন্দের সাবজেক্ট এভাবে......) সাবজেক্ট চয়েজের কিছু নমুনা নিয়ম: ভর্তি পরিক্ষায় উত্তির্ন কত সিরিয়াল পর্যন্ত শিক্ষার্থী ১ম চয়েস ফরম পূরণ করতে পারবে তা চয়েস শুরুর দিন জানা যাবে।

★মেরিট পজিশন ভাল হয়ে থাকলে প্রথম সারির কলেজ এবং সাবজেক্টে চান্স পাবে।
★ একইসাথে কলেজ এবং সাবজেক্ট চয়েস দিতে হবে। (যেমন, ১টি কলেজ+১টি সাবজেক্ট তারপর আবার ১টি কলেজ +১টি সাবজেক্ট এভাবে......) 
★ একই কলেজে একাধিক সাবজেক্ট চয়েস দিতে পারবে । (যেমন ঢাকা কলেজ+১ম পছন্দের সাবজেক্ট আবার ঢাকা কলেজ+২য়, ৩য় পছন্দের সাবজেক্ট আবার অন্য কলেজ+১ম পছন্দের সাবজেক্ট এভাবে....) যদি সাবজেক্ট টার্গেট হয়। তাহলে সাবজেক্ট এর রেংকিং করে নিতে হবে। যেমন: পদার্থবিজ্ঞান - রসায়ন - গনিত- মনোবিজ্ঞান। + কলেজের রেংকিং করতে হবে। যেমন: ঢাকা কলেজ- তিতুমীর-ইডেন কলেজ-কবি নজরুল। প্রথমে ঢাকা কলেজ, পদার্থবিজ্ঞান (choice no1), তিতুমীর, পদার্থবিজ্ঞান(choice no2),ইডেন কলেজ, পদার্থবিজ্ঞান(choice no3),বাকি কলেজ আবার ঢাকা কলেজ, রসায়ন(choice no4) তিতুমীর কলেজ রসায়ন (choice no5)। এই ভাবে প্রতি কলেজে ১ম পছন্দের সাবজেক্টটি প্রথমে দিতে হবে। এরপর ২য় পছন্দের সাবজেক্ট। যদি কলেজ টার্গেট হয়। তাহলে সাবজেক্ট এর রেংকিং করে নিতে হবে। যেমন: পদার্থবিজ্ঞান - রসায়ন - গনিত- মনোবিজ্ঞান।। + কলেজের রেংকিং করতে হবে। যেমন: ঢাকা কলেজ-তিতুমীর-ইডেন কলেজ। প্রথমে ঢাকা কলেজের সাবজেক্ট গুলো সব দিয়ে দিতে হবে,এর পর তিতুমীর কলেজের সব সাবজেক্ট দিতে হবে এর পর এভাবে অন্য কলেজের গুলো এক এক করে এভাবে দিয়ে দিতে হবে। ভালো কলেজ+ ভালো সাবজেক্ট টার্গেট হলে। তাহলে সাবজেক্ট এর রেংকিং করে নিতে হবে। যেমন: পদার্থবিজ্ঞান - রসায়ন - গনিত- মনোবিজ্ঞান। রেংকিং করা সাবজেক্ট কে ২-৩ টা ভাগে ভাগ করতে হবে। + কলেজের রেংকিং করতে হবে। যেমন: ঢাকা কলেজ- তিতুমীর-ইডেন- কবি নজরুল। প্রথমে choice no গুলো .ঢাকা কলেজের ভালো সাবজেক্ট গুলো দিতে হবে। তার পর তিতুমীর বা ইডেন কলেজ এর ভালো সাবজেক্ট গুলো এর পর কবি নজরুল এর ভালো গুলো। এভাবে সকল কলেজ শেষে আবার ২য় সারির সাবজেক্ট গুলো একইভাবে সব কলেজে দিতে হবে। এর পর ৩য় ৪র্থ সারির সাবজেক্ট গুলো দিয়ে দিতে হবে। (এগুলো যাস্ট এক্সামপল) অন্য ইউনিটের সাবজেক্ট চয়েস দেয়া যাবে না, এখন প্রাথমিক ভাবে নিজ ইউনিটের সাবজেক্ট চয়েজ দিতে পারবে।যে সব সাবজেক্ট চয়েজ দিতে পারবে সেগুলো প্রদর্শিত হবে। পরবর্তীতে ৩য় মেরিট লিস্টের পরে ইউনিট পরিবর্তন এর সাবজেক্ট চয়েজ দিতে পারবে। বিঃদ্রঃ ১ম বার সাবজেক্ট পছন্দ করার পর যে রেজাল্ট দিবে তাতে অনেকেই ভর্তি হবেনা! পরে ঐ ফাকা সিট গুলা পূরন করার জন্য ২য় মেরিট লিস্ট দিবে!এর পর ৩য় ৪র্থ মেরিট দিবে তাতে ১ম চয়েসে যারা সাবজেক্ট পাবে না এবং ১০০০০ এর উপরে সিরিয়াল তাদের বিজ্ঞান ইউনিটের, কমার্সের ও আর্টস এর সাবজেক্ট যে কোন একটা ইউনিটের চয়েস দিতে বলবে আসন খালি থাকা শর্তে। 

★ চয়েস করার পর আপনি নির্দিষ্ট একটি কলেজে চান্স পাবেন। যে কলেজে চান্স পাবনে উক্ত কলেজেই আসন খালি থাকা সাপেক্ষে সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন কিন্তু কলেজ পরিবর্তন করার কোনো সুযোগ নেই। 

★পরীক্ষায় উত্তীর্ণদের কলেজও বিষয় পছন্দক্রম ওয়েবসাইডের মাধ্যমে অনলাইনে করতে হবে । কলেজ ও বিষয় চয়েস, শুরু- এখনো প্রকাশ হয়নি শেষ - প্রকাশ হয় নি মেয়েরা ৬ টি ও ছেলেরা ৫ টি কলেজ চয়েজ দিতে পারবে। 

ঢাবি অধিভুক্ত সাত কলেজ সমূহ 

১) ঢাকা কলেজ ( শুধু ছেলেদের) 
২) ইডেন কলেজ ( শুধু মেয়েদের) 
৩) বদরুন্নেসা কলেজ ( শুধু মেয়েদের) 
৪)তিতুমীর কলেজ 
৫)কবি নজরুল কলেজ 
৬) সোহরাওয়ার্দী কলেজ 
৭) বাঙলা কলেজ মোট 

ঢাবি অধিভুক্ত সাত কলেজ আসন সংখ্যা

আসন সংখ্যা -- ৬৫০০ টি 
ঢাকা কলেজে মোট সিট -- ১০৯০
ইডেন কলেজে মোট সিট -- ১২২৫ 
তিতুমীর কলেজে মোট সিট -- ১৫১০
বদরুন্নেসা কলেজে মোট সিট--৫৯০  
কবি নজরুল মোট সিট -- ৬৩০
সোহরাওয়ার্দী কলেজ মোট সিট -- ৭৪০ 

কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তবে রিপ্লাই দিবো মাএ একবার। তাই সব প্রশ্ন একবারে করেন!!

লেখাটি জয়কলি পাবলিকেশন্স ফেইজবুক পেজ থেকে নেওয়া।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 যেকোনো বিভাগের শিক্ষার্থী হিসেবেই তুমি পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে।