ভূগোল ও পরিবেশ বিভাগ অনার্স ১ম বর্ষ বই - রেনেসাঁ

ভূগোল ও পরিবেশ অনার্স, অনার্স ১ম বর্ষের বই
 অনার্স ১ম বর্ষের বই
আজকের লেখাটি মূলত একটি বই রিভিউ। অনার্সে ১ম বর্ষে ছাত্র ছাত্রী ভর্তি হওয়ার পর নতুন বই কেনা নিয়ে চিন্তায় পরে যায়। কোন বই কিনবো, কোনটা ভালো।যাই হোক, আজ অনার্স ১ম বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের রেনেসাঁ বই নিয়ে আলোচনা করবো। 

ভূগোল ও পরিবেশ অনার্স

আমি অনার্স ১ম বর্ষে রেনেসাঁ বই পড়েছি। বইটা খুবই ভালো ছিলো। বইয়ে প্রথমে প্রতি বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ছিল। শেষে গিয়ে প্রশ্নব্যাংক ছিল। প্রশ্নব্যাংক  হলো  বিগতে সালের প্রশ্ন গুলো। উত্তর গুলো খুব সুন্দর ভাবে দেওয়া হয়েছে। বইয়ের দামও সাধ্যের মধ্যেই। ৩০০- ৪০০ টাকা নিবে। 

অনার্স ১ম বর্ষের বই

বইটার একটা দিক খুব বিরক্তিকর ছিলো। সেটা হলো নিম্নমানের পেজ। একটা অধ্যায় ৪-৫ পড়তে গেলেই পেজ গুলো খুলে যাচ্ছিলো। যদিও ওই বইটা ছিলো ২০১৯-২০ শিক্ষাবর্ষের। এবার বইয়ের পেজ উন্নত হতেও পারে। 

বইটার আর একটা ভালো দিক হলো একের মধ্যে সব। আর কোনো বই কিনতে হবে না। নন মেজর গুলো ও দেওয়া আছে।   

কেনার আগে বইটা দেখে কিনবেন নিজ দায়িত্বে।  

চাইলে নিচের লিংক থেকে মাধ্যমিক ভূগোল ও পরিবেশ pdf বই ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। 


    

    
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

 যেকোনো বিভাগের শিক্ষার্থী হিসেবেই তুমি পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে।