এসএসসি গণিত সাজেশন ২০২৪ | Ssc Math Suggestion 2024

এসএসসি সাজেশন ২০২২, এস এস সি গণিত সাজেশন ২০২২,এস এস সি সাজেশন ২০২২ pdf,ssc suggestion 2022 english ssc math suggestion 2022 ssc math suggestion 2022 ssc exam suggestion 2022 ssc math suggestion 2022 pdf ssc bangla 1st paper suggestion 2022 ssc suggestion 2022 all subject
এস এস সি গণিত সাজেশন ২০২৪ |  Ssc Math Suggestion 2024
সামনে এস এসি পরীক্ষা। সবাই পরীক্ষা প্রস্তুতি নিয়ে ব্যাস্ত। কেউ কেউ আবার সাজেশন খুজতে বাস্ত সময় পার করছেন। আসলে ভালো রেজাল্ট করতে পড়ার বিকল্প নাই।কিন্তু কিছু টেকনিক অবলম্বন করলে পড়াটা সহজ হয়ে যায়।

এস এস সি গণিত সাজেশন ২০২৪

যাই হক, আজ বিকল্প বিকল্প বিদ্যালয় নিয়ে এলো আপনাদের জন্য একটি গনিত সাজেশন।  পর্যায়ক্রমে অন্য বিষয় গুলোর সাজেশন ও বিকল্প বিদ্যালয়ে পাওয়া যাবে। তাই বিকল্প বিদ্যালয়ে নিয়মিত ভিজিট করুন।

 Ssc  Suggestion 2024

এই সাজেশন অনুসরণ করলে আপনার গনিতে পাশ করা সহজ হয়ে উঠবে।কিন্তু মনে রাখবেন এটা সাজেশন, প্রশ্ন না। ভাল ফলাফল করতে পড়ার বিকল্প নেই।

ssc math suggestion 2024

বর্তমান গনিত লিখিত অংশে ৭ টি প্রশ্নের উত্তর দিতে হয়। আর পাশ মার্ক হলো ২৩।  তো বিকল্প বিদ্যালয় ৩ অধ্যায় বলে দিবে যে অধ্যায় গুলো হতে ৩ প্রশ্ন আসবে ৯০%। আর এই ৩ টি প্রশ্নের উত্তর করতে পারলেই তো ৩০। এতে আপনার পাশ করা সহজ হয়ে উঠবে।

এস এস সি গণিত সাজেশন ২০২৪

অধ্যায় গুলো:
১। সেট ফাংশন।
২। মান নির্ণয়।
৩| ধারা
৪|  পরিসংখ্যান।

জ্যামিতি
  1. অন্তবিত্ত
  2. পরিবিত্ত
  3. বহিবিত্ত 
অবশ্যই পড়বা। ইন শা আল্লাহ এই ৩ টা সম্পাদ্য হতে পরীক্ষায় কমন থাকবে।

 বাকি বিষয় গুলোর সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে চেষ্টা করবো। তাই বিকল্প বিদ্যালয়ে নিয়মিত ভিজিট করুন। 
চাইলে নিচের ভিডিওটি দেখতে পারো 


Next Post Previous Post
1 Comments
  • Mir Bhai
    Mir Bhai ২১ এপ্রিল, ২০২২ এ ২:৪৮ AM

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Add Comment
comment url

 যেকোনো বিভাগের শিক্ষার্থী হিসেবেই তুমি পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে।