জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশের নিয়ম ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশের নিয়ম ২০২৪
আমরা অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর একটা প্রশ্ন করি,আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশের নিয়ম কি?
আজ তোমাদের সাথে শেয়ার করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশের নিয়ম।
অনার্স পাশের নিয়ম ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সব বিষয়ে ৮০ মার্ক এর পরীক্ষা হয় সেই বিষয় পাশ মার্ক ৩২। বাকি ২০ মার্ক ইনকোর্স। ইনকোর্স এ পাশ মার্ক ৮। অর্থাৎ ১০০ মার্ক এর পরীক্ষায় ৪০ মার্ক পেলে পাশ।
বিজ্ঞান বিভাগের কিছু বিষয়ে ৬০ মার্কের পরীক্ষা হয়। এখানে বাকি ২০ মার্ক প্রাটিক্যাল আর ২০ মার্ক ইনকোর্স। ৬০ মার্কের পরীক্ষায় ২৪ পেতে হবে।
অর্থাৎ ১০০ মার্কের পরীক্ষায় ৪০ পেতে হবে।
লিখিত, ইনকোর্স, প্রাটিক্যাল পরীক্ষায় আলাদা আলাদা পাশ করতে হবে।
অনার্স ১ম বর্ষে ফেল করলে
অনার্স ১ম বর্ষ হতে ২য় বর্ষে প্রোমোশন বা উঠতে কম পক্ষে ৩ বিষয় পাশ করতে হবে এবং সিজিপিএ ১.৭৫ অর্জন করতে হবে। বাকি বিষয় গুলা ইম্পুরেভমেন্ট দিতে হবে। আর কম পক্ষে ৩ বিষয় পাশ না করলে আবার ১ম বর্ষে থাকতে হবে।
আমি ২০১৫-১৬ সেশনের,আমার ২ ও ৩ বছরের দুটি করে ইমপ্রুমেনড আছে। আমি কি এই বছর ফাইনাল পরীক্ষা দিতে পারব।
আমার জানা মতে পারবেন।